সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুর পুঞ্চ সেক্টরে তিন জঙ্গিকে ভারতীয় সেনাবাহিনী খতম করার পর ভূস্বর্গে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে৷ বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ রবিবার উপত্যকায় অতিরিক্ত ২০ কোম্পানি অধাসেনা পাঠাল কেন্দ্র৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে ২০ কোম্পানি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মোতায়েন করা হয়েছে৷ হিজবুল জঙ্গি বুরহান নিহত হওয়ার পর থেকেই অশান্ত কাশ্মীর৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত অন্তত ৩৮৷ উপত্যকার স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানো হয়েছে ২৪ জুলাই পর্যন্ত৷
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন, কাশ্মীরে পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে৷ শনিবার থেকে কাশ্মীরে কেবল টিভি পরিষেবা চালু হয়েছে৷ যদিও কাশ্মীরের বেশিরভাগ এলাকায় রবিবারও কারফিউ জারি রয়েছে৷ মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও এখনও স্বাভাবিক হয়নি উপত্যকায়৷ সংঘর্ষ ঠেকাতে কাশ্মীর উপত্যকাজুড়েই কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে৷ অমরনাথ যাত্রা ফের শুরু হয়েছে৷ শুক্রবার গভীর রাতে কাশ্মীরের সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের অফিসে অভিযান চালানো হয়৷ ওই অফিসের তিনজন কর্মীকেও গ্রেফতার করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.