Advertisement
Advertisement

Breaking News

অমানবিকতার নয়া নিদর্শন দিল্লির রাস্তায়

ছিঃ!

Shocking Video Shows People Walk By As Delhi Man Hit by Tempo
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 11, 2016 3:37 pm
  • Updated:August 11, 2016 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির অমানবিকতার নয়া নিদর্শন৷ না ধর্ষণ নয়, এবারে পথ দুর্ঘটনায় আহতকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিল পথ চলতি মানুষের উদাসীনতা৷ মৃত মতিবুল পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে৷

এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির সুভাষ নগরে ঘটে এই মর্মান্তিক ঘটনা৷ রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন ই-রিকশার চালক মতিবুল৷ হঠাৎ বেপরোয়া টেম্পো ধাক্কা মারে তাঁকে৷ টেম্পোচালক গাড়ি থামায় বটে৷ কিন্তু উঁকি মেরে মতিবুলের অবস্থা দেখেই পালিয়ে যায়৷ পথচলতি মানুষও পাশ কাটিয়ে যায় আহত মানুষটাকে৷ এক রিকশাচালক থামে, তবে পাশে পড়ে থাকা মতিবুলের মোবাইল ও ঘড়ি নেওয়ার জন্য৷ সিসিটিভি ফুটেজে উঠে এসেছে এই মর্মান্তিক বাস্তব৷

Advertisement

প্রায় ঘণ্টা দু’য়েক এভাবেই পড়েছিলেন ৪০ বছরের মতিবুল৷ পুলিশ খবর পেয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ নির্মম এই ঘটনা ফের রাজধানীর মানসিকতার কঙ্কালসার চেহারাই তুলে ধরল বলে মনে করছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement