সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিলখা সিং, মেরি কম থেকে মহাবীর ফোগট- কৃতী খেলোয়াড়দের জীবন পরপর উঠে আসছে রুপোলি পর্দায়৷ এ বছরও এখন সিনেদুনিয়া মাত করছে খেলা নির্ভর ছবি ‘সুলতান’৷ ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে আমির খানের ‘দঙ্গল’৷ এদিকে প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিনকে নিয়েও ছবি হয়েছে৷ ছবি হচ্ছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও৷ বলিউডি সিনেমার এই আবহেই নিজের বায়োপিকে সলমন খানকেই চাইলেন প্রাক্তন পাক বোলার শোয়েব আখতার৷
খেলা থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন হল৷ তবে ধারাভাষ্যকার হিসেবে এখন ভারতে বেশ জনপ্রিয় তিনি৷ বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপে বীরেন্দ্র সহবাগের সঙ্গে তাঁর ধারাভাষ্য চুটিয়ে উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা৷ এক কমেডি শোয়ে বিচারক হিসেবেও দেখা যাবে তাঁকে৷ সেখানে তাঁর সঙ্গী হিসেবে দেখা যাবে হরভজন সিংকেও৷ ছোটপর্দায় এ দেশে তিনি বেশ পরিচিত মুখ৷ এবার কি তাঁকে নিয়ে সিনেমাও হতে চলেছে৷ শোয়েব জানান, সেটা অবশ্য তিনি জানেন না৷ তাঁর ফ্যান বা মানুষ যদি তাঁর চরিত্রকে ইনস্পায়ারিং বলে মনে করেন, তবে সিনেমা হতেই পারে৷ তবে সেটা ঠিক করবে অন্য কেউ৷ তিনি বরং ঠিক করছেন, কে তাঁকে পর্দায় ফুটিয়ে তুলতে পারে৷ আর এক্ষেত্রে তাঁর পছন্দ শুধুই সলমন খানকে৷
স্পোর্টসম্যান হিসেবে ‘সুলতান’ ছবিতে ইতিমধ্যেই যথেষ্ঠ জনপ্রিয়তা কুড়িয়েছেন সলমন৷ প্রথম দু’দিনের ইঙ্গিতই জানান দিচ্ছে ছবির সাফল্যও হতে চলেছে আকাশছোঁয়া৷ এদিকে মাঠ ও মাঠের বাইরে শোয়েবের যা মেজাজ ও ইমেজ, তাতে সলমনই যে শোয়েবের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে উপযুক্ত ব্যক্তি হবেন তা বলাই বাহুল্য৷ সলমন নিজে অবশ্য এখনও শোয়েবের এই ইচ্ছের কোনও জবাব দেননি৷ তবে শোয়েবের ইচ্ছেপূরণ হলে লাভবান হবেন ক্রিকেটপ্রেমী ও সিনেপ্রেমীরাও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.