Advertisement
Advertisement

জাকিরকে গ্রেফতারের দাবি শিব সেনার

জাকিরের গ্রেফতারের দাবিতে সোচ্চার হল শিব সেনা৷

Shiv-Sena-to-BJP-Drop-plan-to-catch-Dawood-book-preacher-Zakir-Naik
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 12:37 pm
  • Updated:July 11, 2016 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাফিয়া দাউদ ইব্রাহিমকে কবজায় পেতে বহুদিন থেকেই মরিয়া ভারত সরকার৷ তা সম্ভব হলে নিঃসন্দেহে অপরাধ দমনের ক্ষেত্রে প্রশাসন বড় সাফল্য পাবে৷ কিন্তু দেশে থেকে দাউদের থেকেও বেশি ক্ষতি করছেন পিস টিভির বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েক৷ অন্তত এমনটাই মনে করছে শিব সেনা৷ আর তাই দাউদ বা টাইগার মেমনদের পিছু করা ছেড়ে, জাকিরকে গ্রেফতারের দাবি তুলল তারা৷

সাম্প্রতিক অতীতে খবরের শিরোনামে উঠে এসেছেন এই ইসলাম প্রচারক৷ খোদ ইসলাম ধর্মালম্বীরাই অবশ্য তাঁর প্রচারকে ইসলামের সঠিক ব্যাখ্যা বলে মনে করেন না৷ কিন্তু তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সম্প্রচারিত হয়েছে তাঁর পিস টিভি৷ তাঁর মত ও আদর্শে অনুপ্রাণিত হয়েছে বিছিন্নতাবাদীরা৷ বাংলাদেশে হামলাকারী জামাত-জঙ্গি থেকে আজাদ কাশ্মীরের ডাক তোলা বুরহানি- সকলেই জাকিরের বক্তব্যে অনুপ্রাণিত বলে জানা গিয়েছে৷ আর তাই এবার জাকিরকে দেশের গোপন শত্রু বলে চিহ্নিত করল শিব সেনা৷ দলীয় মুখপত্রে স্পষ্ট জানানো হয়েছে, কেন্দ্র যেন দাউদ বা টাইগার মেমনের পিছু করা ছেড়ে তড়িঘড়ি জাকিরকে গ্রেফতার করে৷ শান্তির নামে দেশে বিছিন্নতাবাদী আন্দোলনকেই যে ছড়িয়ে দিচ্ছেন জাকির তা স্পষ্ট করে জানানো হয়েছে শিব সেনার মুখপত্র্র ‘সামনা’-য়৷ জাকির নায়েকের বিরুদ্ধে শাস্তি ঘোষণার ক্ষেত্রে সকলেই নীরব থেকেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে৷ জাকিরের তথাকথিত শান্তিবাণী যে দেশকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে তা উল্লেখ করেই জাকিরের গ্রেফতারের দাবিতে সোচ্চার হল শিব সেনা৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement