Advertisement
Advertisement

শক্তিমানের মূর্তি নিয়েও চরমে রাজনৈতিক টানাপোড়েন!

মৃত্যুর পরও রাজনীতির হাত থেকে রেহাই পেল না শক্তিমান৷

shaktiman-horse-buried-with-full-police-honours-gets-and-loses-statue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 2:44 pm
  • Updated:July 12, 2016 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশবাহিনীর বড় আদরের ছিল সে৷ বিজেপি বিধায়কের মারে তার পা ভাঙার পর সকলেই প্রাণপণ চেষ্টা করেছিলেন যাতে সে সুস্থ হয়ে ওঠে৷ কৃত্রিম পা বসিয়ে চেষ্টাও চালানো হয়েছিল৷ কিন্তু পুলিশের আদরের ঘোড়া শক্তিমান আর জীবনে ঘুরে দাঁড়াতে পারেনি৷ তবে মৃত্যুর পরও সে ফিরল অন্যভাবে৷ ফিরল মূর্তি হয়ে৷ আর তাতেও লাগল রাজনীতির রং৷

গত এপ্রিলে মারা যায় শক্তিমান৷ বিজেপি বিধায়কদের এক বিক্ষোভ-সমাবেশ প্রতিরোধ করতে পুলিশবাহিনীর সঙ্গে ছিল সে৷ সেখানেই গণেশ যোশী নামে এক বিজেপি বিধায়কের মারে তার পা ভাঙে৷ চিকিৎসার কোনও ত্রুটি ছিল না৷ প্রাথমিকভাবে ডাক্তারি চিকিৎসায় সাড়া দিলেও শেষমেশ আর লড়াই করতে পারেনি শক্তিমান৷ শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমণ ছড়িয়ে তার মৃত্যু হয়৷ পূর্ণ পুলিশি মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়৷ শক্তিমানের মৃত্যুতে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনার ঝড় ওঠে৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত বিধায়ককে৷ পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি৷

Advertisement

মৃত্যুর পর যেভাবে শক্তিমানকে সম্মান দেওয়া হল তা রীতমতো অভূতপূর্ব৷ দেরাদুনের রাস্তায় এক ব্যস্ত ক্রসিংয়ে স্থাপন করা হয়েছিল তার মূর্তি৷ যদিও এই মূর্তি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর চলছে পুরোদমে৷ বিজেপির দাবি, এই দুর্ঘটনাকে সম্বল করে আগামী নির্বাচনে ফায়দা তুলতেই এই মূর্তি তৈরি করেছে কংগ্রেস প্রশাসন৷ সমালোচকরা বলছেন, যেখানে সেনাদের কৃতিত্ব মনে রাখা হয় না, সেখানে পুলিশবাহিনীর ঘোড়ার মূর্তি তৈরি করা রাজনৈতিক চাল ছাড়া আর কিছুই নয়৷ এই চাপেই শেষমেশ মূর্তিটিকে সরিয়ে নেওয়া হয়৷

পুলিশ হেডকোয়ার্টারের সামনে শক্তিমানের আর একটি স্ট্যাচু বসানো হয়েছে৷ সেটিরও ভবিষ্যৎ অনিশ্চিত৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেছেন, এই মূর্তি থাকবে কি থাকবে না তা পরবর্তী সরকারই ঠিক করবে৷ নির্বাচনী কৌশল হিসেবে যে এই মূর্তি তৈরি হয়নি তা স্পষ্ট করে দিয়েছেন তিনি৷ প্রসঙ্গত শক্তিমানের চিকিৎসার সময়ও তিনি ঘোড়াটিকে দেখতে গিয়েছিলেন৷

রাজনৈতিক বিক্ষোভ সামাল দিতে গিয়েই প্রাণ দিতে হয়েছিল শক্তিমানকে৷ মৃত্যুর পরও রাজনীতির হাত থেকে রেহাই পেল না সে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement