সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বাইরে বিভিন্ন জায়গায় বিনিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে এবার বলি-অভিনেতা শাহরুখ খানকে নোটিস পাঠাল আয়কর দফতর৷ দেশের ধনী ব্যক্তিদের গোপন আয় জানতে চেয়ে কিছুদিন আগেই সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ‘মন কি বাত’-অনুষ্ঠানে এই জানানোর ব্যাপারে বার্তাও দিয়েছিলেন তিনি৷ সেই মোতাবেক শাহরুখের বিদেশি বিনিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চাইল আয়কর দফতর৷
আয়কর আইনের ১৩১ নম্বর ধারায় এই নোটিস পাঠানো হয়েছে৷ কোনও ব্যক্তির বিনিয়োগ ও আয় সম্বন্ধে সন্দেহ হলে এই ধারায় আয়কর দফতর তদন্ত করে দেখতে পারে৷ সূত্রের খবর, একাধিক বিদেশি বিনিয়োগ আছে শাহরুখের৷ দুবাই, বারমুডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড প্রভৃতি জায়গায় নানা সংস্থায় বলি-অভিনেতা বিনিয়োগ করেছেন৷ সেখান থেকে আয় ও আয়কর সংক্রান্ত তথ্য মৌখিকভাবে জানতে চাওয়াও হযেচিল৷ এবার নোটিস পাঠিয়ে তথ্য জানানো বাধ্যতামূলক করল আয়কর দফতর৷
তবে শুধু শাহরুখ একা নন, দেশের আরও বেশ কয়েকজন শিল্পপতি ও ধনী ব্যক্তিকে এই নোটিস ধরানো হচ্ছে বলে সূত্রের খবর৷ সিঙ্গাপুর সহ বিদেশের বিভিন্ন জায়গায় এই শিল্পপতিদের গোপন অ্যাকাউন্ট আছে৷ সেই সমস্ত অ্যাকাউন্টের লেনদেনের হদিশ পেতেই সক্রিয় হয়েছে আয়কর দফতর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.