Advertisement
Advertisement

২ বছরে কর্মসংস্থান হবে ১৭ হাজার: ব্রাত্য বসু

রাজ্যে ১১টি আইটি হাব চালু রয়েছে৷ আরও সাতটি তৈরি করা হচ্ছে৷

SEZ proposals do not fit in with government policy: Bratya Basu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2016 9:30 am
  • Updated:July 1, 2016 9:30 am

স্টাফ রিপোর্টার: শুধু কোনও সংস্থার স্বার্থ না দেখে সার্বিক নীতির ভিত্তিতেই তথ্য-প্রযুক্তিতে এগোবে রাজ্য৷ বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন তথ্য-প্রযুক্তি দফতরের মন্ত্রী ব্রাত্য বসু৷ ইনফোসিস ও সেজ প্রসঙ্গে কংগ্রেসের অসিত মিত্রর প্রশ্নের জবাবে ব্রাত্য স্পষ্ট বলেন, ইনফোসিস কেন, যে কোনও সংস্থাই রাজ্যে বিনিয়োগ করতে পারে৷ প্রত্যেককেই রাজ্যে বিনিয়োগের জন্য স্বাগত৷ কোনও সংস্থাই ব্রাত্য নয়৷ অসিতবাবুকে উদ্যোগও নিতে বলেন৷ তবে বুঝিয়ে দিয়েছেন, কোনও একটি সংস্থার জন্য সার্বিক নীতি থেকে সরে আসার ব্যাপার নেই৷
পাশাপাশি পরিসংখ্যান দিয়ে তিনি জানান, ২০১৩-১৪ সালে আইটি ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে প্রায় ১২৬৫ কোটি টাকা৷ পরের বছর বিনিয়োগের পরিমাণ ছিল ৭৩৯.৮ কোটি টাকা৷ গত আর্থিক বছরে তা দাঁড়ায় ২২১৯.৭৫ কোটি টাকায়৷ মন্ত্রী দাবি করেন, গত দু’বছরে রাজ্যে তথ্য-প্রযুক্তিতে প্রায় ১৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে৷ একটি সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে৷ রাজ্যে ১১টি আইটি হাব চালু রয়েছে৷ আরও সাতটি তৈরি করা হচ্ছে৷ মোট ৪০টি বেসরকারি সংস্থা কাজ করছে৷
এছাড়াও মন্ত্রী উল্লেখ করেন, হাওড়া ও হলদিয়ায় আইটি পার্ক তৈরির কাজ প্রায় শেষ৷ শীঘ্র এর উদ্বোধন হবে৷ তবে বেলুড়ে প্রস্তাবিত প্রকল্পের জমি এখনও মেলেনি৷ তথ্য-প্রযুক্তি দফতরের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরে সাংবাদিকদের এই প্রসঙ্গে জানান, ”এসইজেড বাদ দিয়ে কীভাবে ইনফোসিসকে সাহায্য করা যায়, আমরা চেষ্টা করছি৷”

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement