Advertisement
Advertisement

সৌদিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাচ্ছে বিদেশমন্ত্রক

সৌদি আরব থেকে ভারতীয় শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় সাফল্য পেলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷

Saudi to send stranded Indian workers back
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 4:35 pm
  • Updated:August 4, 2016 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরব থেকে ভারতীয় শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় সাফল্য পেলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ বৃহস্পতিবার মন্ত্রী জানিয়েছেন, তাদের দেশের কর্মহীন কয়েকশো ভারতীয় শ্রমিকদের দেশে ফিরে যেতে সৌদি আরব সমস্ত রকম সাহায্য করবে৷ শুধু তাই নয়, ভারতীয় শ্রমিকদের দেশে ফেরানোর জন্য প্রয়োজন মতো অর্থ ব্যয় করবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন৷

এদিন রাজ্যসভায় এক বিবৃতিতে মন্ত্রী জানিয়েছেন, ভারতীয়দের দেশে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা এবং খাবারের যোগানের ব্যবস্থাও করা হচ্ছে সৌদি প্রশাসনের পক্ষ থেকে৷ এছাড়া, কর্মহীন ভারতীয়রা সেখানে কাজের জন্য পুনরায় আবেদন করতে পারেন বলেও তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে৷

Advertisement

মন্ত্রী সুষমা স্বরাজ এদিন বিবৃতিতে বলেন, “খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, সৌদি শাসক সেখানকার কর্মহীন ভারতীয়দের দেশে ফেরাতে পদক্ষেপ গ্রহণ করেছে৷ আগামী দু’দিনের মধ্যে এই জটিলতার অবসান ঘটবে বলে আশা করছি৷” তিনি আরও বলেন ভারতীয়দের ফিরিয়ে আনতে “কেন্দ্রীয় সরকারকে একটি পয়সাও খরচ করতে হবে না৷” সৌদি প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় কর্মীরা নিজেদের প্রাপ্য বেতনের জন্যও পুনরায় আবেদন করতে পারেন দেশে ফেরার আগে৷ তাঁদের সমস্ত রকম সাহায্য করা হবে সৌদি আরবের পক্ষ থেকে৷

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে সৌদি আরবে প্রায় ১০,০০০ ভারতীয় কর্মহীন হয়ে পরেন৷ অর্থাভাবে তাঁরা নিজেদের খাবার পর্যন্ত সংগ্রহ করতে পারছিলেন না৷ সেই সমস্যার সমাধানেই কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে৷ গত মঙ্গলবার থেকে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং সৌদি আরবে গিয়ে এই সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাচ্ছিলেন৷ অবশেষে সেই সমস্যার সমাধান মিলল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement