Advertisement
Advertisement

মেয়েরা আজও বিশ্বে দ্বিতীয় শ্রেণির নাগরিক: সানিয়া

আমি যখন শোয়েবকে বিয়ে করার কথা জানালাম, তখন সবাই মনে করতে শুরু করেছিল, আমি প্রতারণা করেছি৷ অথচ তাঁরা সবাই ভুলে গেলেন, আমরা পরস্পরকে ভালবাসি৷

Sania Mirza doesn’t need to “settle down”
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 2:23 pm
  • Updated:July 15, 2016 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীবাদী সানিয়া মির্জা৷

হিলারি ক্লিনটন হোক বা সানিয়া, বিশ্বের যেকোনও মহিলারই একই অবস্থা৷ তাঁরা পুরুষশাসিত বিশ্বে দ্বিতীয় শ্রেণির নাগরিক৷ একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে মেলে ধরলেন ভারতীয় মহিলা টেনিসের তারকা৷

Advertisement

তিনি জানিয়েছেন, “আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সাধারণ মানুষ কখনও মেয়েদের মতামতকে গুরুত্ব দিতে চান না৷ কারণ, তাঁরা মনে করেন, আমাদের কথার কোনও মূল্যই নেই৷ গোটা বিশ্বেই মেয়েরা আজও দ্বিতীয় শ্রেণির নাগরিক৷”

খোলামেলা এই সাক্ষাৎকারে নিজেকে নানাভাবে মেলে ধরেছেন সানিয়া৷ তিনি মনে করেন, মেয়েদের সবার আগে নিজের প্রতি আস্থা বাড়াতে হবে৷ বিশ্বাস করতে হবে, তারা এই পুরুষশাসিত সমাজে ছেলেদের সঙ্গে সমান সমান৷ কোনও পার্থক্য নেই৷ তবেই তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে৷ তিনি বলেছেন, “মেয়েরা শুধু বাড়িতে বসে রান্না করবে আর বাচ্চাদের প্রতিপালন করবে, এই ভুল ধারণা থেকে সবার আগে বেরিয়ে আসা দরকার৷ তা না হলে উন্নতি সম্ভব নয়৷ মাথায় রাখতে হবে, আমরা পুরুষশাসিত সমাজে বাস করি৷ এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য লড়াই ছাড়া কোনও পথ নেই৷ তা হিলারি ক্লিনটন হোন বা সানিয়া, সবাইকেই লড়তে হবে৷”

তিনি আরও জানিয়েছেন, ভারতীয় টেনিসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য৷ সেখানে সবাই লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতির কথা বলেন৷ সানিয়ার কথা কেউ বলেন না৷ তাঁর বক্তব্য, “এই জায়গায় আমার ভীষণ অপমানিত হই৷ আমিও তো ভারতীয় মহিলা টেনিসকে আন্তর্জাতিক মহলে পরিচিতি দানের চেষ্টা করে চলেছি৷ তা হলে আমার নাম কেন বলা হবে না৷” পাক ক্রিকেটার শোয়েব মালিককে বিবাহ করা নিয়েও বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল সানিয়াকে৷ তিনি জানিয়েছেন, “আমি যখন শোয়েবকে বিয়ে করার কথা জানালাম, তখন সবাই মনে করতে শুরু করেছিল, আমি প্রতারণা করেছি৷ অথচ তাঁরা সবাই ভুলে গেলেন, আমরা পরস্পরকে ভালবাসি৷ সেই কারণেই বিয়েটা হয়েছে৷ এর মধ্যে অন্য কোনও ব্যাপার নেই৷ শোয়েবও তার নাগরিকত্ব পরিবর্তন করেনি, আমিও ভারতের নাগরিক হিসাবেই খেলি৷ খারাপ লাগে এই ধরনের কথাবার্তা শুনলে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement