Advertisement
Advertisement

Breaking News

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘সুলতান’

এই নিয়ে সলমনের দশম ছবি পা রাখল একশো কোটির ক্লাবে৷

salman-khan-sultan-box-office-collection-rs-100-crore in 3 days
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 7:32 pm
  • Updated:July 9, 2016 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদ ও সলমন খান মিলে গেলেই যে বক্স-অফিসে সুনামি আসে, আরও একবার তা প্রমাণিত হল৷ মাত্র তিন দিনেই একশো কোটির মাইলস্টোন পেরিয়ে গেল সলমন খানের ‘সুলতান’৷ এই নিয়ে সলমনের দশম ছবি পা রাখল একশো কোটির ক্লাবে৷

শুরুর দিন থেকেই বড়সড় সাফল্যের ইঙ্গিত ছিল ‘সুলতান’ ছবির ব্যবসাতে৷ প্রথম দু’দিনের কালেকশনই জানিয়ে দিয়েছিল একশো কোটির ক্লাবে পা দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা মাত্র৷ প্রযোজক আদিত্য চোপড়ার মুখের হাসি তো এতে চওড়া হয়েছে তো বটেই, এমনকি তিনি সিক্যুয়েলের ভাবনাও শুরু করে দিয়েছেন৷ তিনদিনেই সে মাইলস্টোন ছুঁযে ফেলল সলমন-অনুষ্কার ‘সুলতান’৷

Advertisement

ইদে মুক্তি পাওয়া সলমন খানের ছবি মানেই বক্স অফিসে ছ্ক্কা৷ এবারও দেখা গেল সেই একই হাওয়া৷ প্রথমদিন ছবির ব্যবসা ছিল ৩৬.৫৪ কোটির৷ বৃহস্পতিবার সুলতানের ঝুলিতে ওঠে ৩৭.৩০ কোটি৷ শুক্রবার ছবি তুল নেয় ৩১.৫০ কোটি টাকা৷  অর্থাৎ মুক্তির তিন দিনের মধ্যে সলমনের ছবির মোট সংগ্রহ ১০৫.৩৪ কোটি টাকা৷ আগামী উইকএন্ডের ব্যবসা ধরলে দুশো কেটির ক্লাবের দিকে সুলতান যে তরতরিয়েই এগোচ্ছে তা বলাই যায়৷

এই নিয়ে  একশো কোটির ক্লাবে এন্ট্রি নেওয়া সলমনের এটি দশম ছবি৷ এ ব্যাপারে শাহরুখকে ছাপিয়ে গেলেন তিনি৷ শাহরুখের মোট ছটি ছবি পা রেখেছে একশো কোটিতে৷ সেই সঙ্গে নিজের রেকর্ডও ভেঙেছেন সলমন৷ এতদিন পর্যন্ত সলমনের ছবির ‘বিগেস্ট ওপেনিং’-এর কৃতিত্ব ছিল কবীর খানের বজরঙ্গি ভাইজান ছবির দখলে৷ এবার সে রেকর্ড থাকল আলি আব্বাস জাফরের সুলতান ছবির৷ ২০১৬-র সবথেকে বড় সাফল্য পাওয়া ছবির তালিকায় সবার থেকে এগিয়ে সুলতানই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement