Advertisement
Advertisement

এবার ধর্ষণের অভিযোগ উঠল পোকেমনের বিরুদ্ধে!

মস্কোর এক মহিলার অভিযোগ, তাঁকে ঘুমের মধ্যে ধর্ষণ করেছে পোকেমন৷

Russian Woman Claims A Pokémon Monster Raped Her
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 4:24 pm
  • Updated:August 17, 2016 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন গোটা বিশ্ব পোকেমনের খোঁজে ব্যস্ত,  তখন পোকেমনের বিরুদ্ধেই ঘোরতর অভিযোগ আনলেন এক মহিলা৷ রীতিমতো ধর্ষণের অভিযোগ আনা হল পোকেমনের বিরুদ্ধে৷

মস্কোর এক মহিলার অভিযোগ, তাঁকে ঘুমের মধ্যে ধর্ষণ করেছে পোকেমন৷ শুধু তাই নয়, পোকেমনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ পর্যন্ত জানিয়েছেন তিনি৷

Advertisement

তাঁর দাবি, রাতে পোকেমন গেমটি খেলতে খেলতেই ঘুমিয়ে পরেছিলেন তিনি৷ যখন তাঁর ঘুম ভাঙে, তিনি দেখেন পোকেমনটি তাঁকে ধর্ষণ করছে৷ শুধু তাই নয়, খেলার নিয়ম অনুযায়ী পোকেমনকে নাকি খুঁজে বের করতে হয়৷ কিন্তু ধর্ষণের পর নাকি সেই দুষ্টু পোকেমন মহিলার খাটের উপরেই বসে ছিল৷

যদিও মহিলার স্বামী গোটা ব্যাপারটিকে পাগলামি আখ্যা দিয়েছেন৷

মানুষের পোকেমন ম্যানিয়া এতেই থেমে নেই৷ সম্প্রতি ইভান ম্যাকারভ নামের এক ব্যক্তি নিজের পছন্দ পোকেমনকে বিয়েও করতে চেয়েছিলেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement