Advertisement
Advertisement

পাকিস্তানকে কোনও অস্ত্র বিক্রি করবে না রাশিয়া

পাকিস্তান এখন আরও বেকায়দায়...

Russia not delivering any military aircraft to Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2016 5:33 pm
  • Updated:October 16, 2016 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে যুদ্ধবিমান-সহ একগুচ্ছ সামরিক সরঞ্জাম বিক্রি করার জল্পনায় জল ঢেলে দিল রাশিয়া৷ রুশ সংস্থা রসটেক কর্প-এর সিইও সের্গেই কেমেজভ স্পষ্ট করে দিলেন, ইসলামাবাদের সঙ্গে কোনও অসামরিক চুক্তির পথে হাঁটছে না মস্কো৷

তিনি বলেন, “পাকিস্তানকে কোনও আধুনিক এয়ারক্রাফট বিক্রির পরিকল্পনা আমাদের নেই৷ আমরা ইসলামাবাদকে কয়েকটি হেলিকপ্টার বিক্রি করেছি ঠিকই, কিন্তু সেগুলি কেবলমাত্র মাল পরিবহণের কাজে লাগে৷ এছাড়া পাকিস্তানকে অসামরিক কোনও সমরাস্ত্র বিক্রি করার পরিকল্পনা বা চুক্তি আমরা করিনি৷”

Advertisement

পাকিস্তান-রাশিয়া যৌথ সেনা মহড়ার প্রসঙ্গে সের্গেই কেমেজভ মন্তব্য করেন, “ওই মহড়া হয়েছিল গত সেপ্টেম্বরে এবং মহড়ার একমাত্র লক্ষ্য ছিল সন্ত্রাসদমনে পাক সেনাকে আধুনিকতর করে তোলা৷” আইএসআইএস-এর মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের মোকাবিলার প্রশিক্ষণ দিতেই ওই মহড়া বলে এদিন গোয়ায় ব্রিকস সম্মেলনের ফাঁকে জানিয়েছেন রসটেক কর্প-এর সিইও৷ একইসঙ্গে তিনি যোগ করেছেন, “ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবসময়ই শক্তিশালী ও ফলপ্রসূ৷”

(ব্রিকস সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন মোদি)

শনিবারই দীর্ঘদিনের পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে বিরাট অঙ্কের প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত৷ গোয়ায় অষ্টম ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রতিরক্ষা-সহ পরমাণু বিদ্যুৎ, পরিকাঠামো ও অন্য নানা বিষয়ে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি চূড়ান্ত হয়৷ দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম পছন্দের সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হল পুতিনের দেশ৷ এবারও মস্কো নয়াদিল্লিকে হতাশ করেনি৷ রাশিয়ার সবচেয়ে উন্নত ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ কিনতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি সই করেছেন মোদি৷ পাঁচটি এস-৪০০ ‘ট্রায়াম্ফ’ ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থা কিনতে প্রায় ৩৯০০০ কোটি টাকা খরচ হবে৷ বিমান ও ক্ষেপণাস্ত্র বিধবংসী ভূমি থেকে আকাশ (স্যাম) মিসাইল কেনার চুক্তি সম্পন্ন হয়েছে৷ এর ফলে পাকিস্তান ও চিনের তরফে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হানার বিপদ থেকে কিছুটা নিশ্চিন্ত থাকবে ভারত৷

এছাড়াও মোদি সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের বিরাট সাফল্য হিসাবে মনে করা হচ্ছে রাশিয়ান সামরিক ‘কামোভ ২২৬’ হেলিকপ্টার কেনা৷ প্রথমে আমদানি করা হলেও পরে ইন্দো-রুশ যৌথ উদ্যোগে এই হেলিকপ্টার তৈরি করা হবে৷ এই অত্যাধুনিক হেলিকপ্টারের ২০০টি ইউনিট কেনার ইচ্ছা প্রকাশ করেছে নয়াদিল্লি৷ একইসঙ্গে ভারতীয় নৌবাহিনীর জন্য চারটি অত্যাধুনিক স্টেল্থ ফ্রিগেট বানাবে রাশিয়া৷ জানা গিয়েছে, প্রোজেক্ট ১১৩৫৬-এর আওতায় ভারতকে অ্যাডমিরাল গ্রিগোরোভিচ শ্রেণির গাইডেড মিসাইল স্টিল্থ ফ্রিগেট যুদ্ধজাহাজ দেবে তারা৷ তার মধ্যে দু’টি আমদানি করবে৷ বাকি দু’টি তৈরি হবে ভারতেই৷

(ভারতীয় অর্থনীতিই সবচেয়ে উদার: মোদি)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement