Advertisement
Advertisement

রেল লাইনের ধারে উদ্ধার রুদ্রনীল ঘোষের বাবার দেহ

২০১১-র সপ্তমীর দিন মাকে হারিয়েছিলেন তিনি। এবার পুজোতে বিদায় নিলেন বাবাও।

Rudranil Ghosh's father found dead on railway track
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 9, 2016 4:11 pm
  • Updated:October 9, 2016 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার মুক্তি পেল অভিনেতা রুদ্রনীল ঘোষের ছবি ‘চকোলেট।’ আর সেদিন ভোরেই পিতৃহারা হলেন তিনি। খানিকটা রহস্যজনকভাবে মারা গেলেন রুদ্রনীলের বাবা রবীন্দ্রনাথ ঘোষ। পুলিশ সূত্রে খবর, পাঁশকুড়া স্টেশনের কাছাকাছি পূর্ব মেদিনীপুরের রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে রুদ্রনীলের বাবার ক্ষতবিক্ষত দেহ।

পঞ্চমী অর্থাৎ গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। জগাছা থানায় রবীন্দ্রনাথবাবুর নিখোঁজ ডায়েরিও করেছিল তাঁর পরিবার। শুক্রবার ভোরে রেল লাইন থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। মৃতের পকেট থেকে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরেই রুদ্রনীলের সঙ্গে যোগাযোগ করে রেল পুলিশ। শনিবার রাতে তমলুক জেলা হাসপাতালে গিয়ে বাবার দেহ শনাক্ত করেন টলি-অভিনেতা।

Advertisement

জিআরপি-র তরফে জানা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ হাওড়া-পাঁশকুড়া লোকাল ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। ওই সময় রেললাইন পার হচ্ছিলেন রুদ্রনীলের বাবা। তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

২০১১-র পর থেকে পুজো এলেই মন খারাপ হয়ে যায় রুদ্রনীলের। সেবার সপ্তমীর দিন মাকে হারিয়েছিলেন তিনি। এবার পুজোতে বিদায় নিলেন বাবাও। রুদ্রনীল জানিয়েছেন, বাবা শিল্পী মানুষ। মাঝেমধ্যেই হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়তেন, আবার ফিরেও আসতেন। এই ঘটনায় কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement