Advertisement
Advertisement

২০১৬-য় যে ঘটনাগুলি নাড়িয়ে দিয়েছিল মহানগরকে

কখনও কম্পমান তো কখনও বিশ্বসেরা। অনেক ভাঙা-গড়ার পালা পেরিয়ে বছর শেষ করল তিলোত্তমা। ২০১৬-য় কী কী ঘটনা বা স্মৃতির সাক্ষী থাকল এই শহর? কলকাতার অলি-গলি ঘুরে সেই স্মৃতিই টেনে আনল সংবাদ প্রতিদিন।আরও পড়ুন:বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে প্রেমিকাকে ‘খুন’, গ্রেপ্তার প্রেমিকট্যাব কেলেঙ্কারির নেপথ্যে জামতাড়া গ্যাং? আগে থেকেই ঘুঁটি সাজিয়ে সরকারি টাকা হাতাচ্ছে ‘হ্যাকার’রা Advertisement Advertisement রেড […]

Round Up: Incidents of 2016 in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2016 4:53 pm
  • Updated:December 31, 2016 4:53 pm  

কখনও কম্পমান তো কখনও বিশ্বসেরা। অনেক ভাঙা-গড়ার পালা পেরিয়ে বছর শেষ করল তিলোত্তমা। ২০১৬-য় কী কী ঘটনা বা স্মৃতির সাক্ষী থাকল এই শহর? কলকাতার অলি-গলি ঘুরে সেই স্মৃতিই টেনে আনল সংবাদ প্রতিদিন।

ambia-sohrab2_web

Advertisement

রেড রোডে আতঙ্ক:

বছরের শুরুতেই শহরের রেড রোডে নেমেছিল আতঙ্কের ছায়া৷ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সেনার কুচকাওয়াজের মহড়ায় গাড়ি ঢুকিয়ে দিয়ে অভিমন্যু গৌড় নামে এক সেনা জওয়ানকে পিষে মেরে ফেলে সাম্বিয়া সোহরাবের গাড়ি। ঘটনার পর গা ঢাকা দেয় সাম্বিয়া, তার দাদা আম্বিয়া ও বাবা মহম্মদ সোহরাব-সহ গোটা পরিবার। একইসঙ্গে সাম্বিয়ার দুই বন্ধু শানু ও জনিও বেপাত্তা হয়ে যায়। পরে সাম্বিয়া, শানু ও জনিকে গ্রেফতার করা হয়। পরে সহজেই জামিন পেয়ে যান এই ঘটনার মূল অভিযুক্ত সাম্বিয়া সোহরাবের বাবা মহম্মদ সোহরাব।

earthquake-ud

কেঁপে উঠল তিলোত্তমা:

ভূমিকম্পে কেঁপে উঠেছিল মহানগর৷ একবার এপ্রিলে, তারপর ফের আগস্টে৷ তীব্র কম্পনে আতঙ্ক ছড়িয়েছিল শহরবাসীর মধ্যে৷ দু’বারই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একই সঙ্গে অনুভূত হয় কম্পন৷ যদিও ভূকম্পনে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷

virat-afridi

এক ফ্রেমে বিরাট-আফ্রিদি:
দেশের মাটিতে পাকিস্তান দলের খেলা নিয়ে তীব্র আপত্তি তুলেছিল ধর্মশালা। তাতে কী! কলকাতা তো সকলকে কাছে টেনে নেয়। ধর্মশালার ম্যাচ চলে এল ইডেনে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল শহর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের একটা ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেটের নন্দনকানন। দিনের শেষে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টিম ইন্ডিয়া জেতায় শহরবাসীর আনন্দ দ্বিগুণ হল।

flyover_web-1

প্রে ফর কলকাতা:
মার্চ মাসের সেই দুঃস্বপ্নের কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন কলকাতাবাসী। পোস্তা এলাকায় ভেঙে পড়েছিল নির্মীয়মাণ ফ্লাইওভার। আচমকা চিরঘুমে চলে গিয়েছিলেন বহু মানুষ। ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় পরিবার-পরিজনকে হারিয়েছিলেন অনেকে৷ জোর কদমে চলেছিল উদ্ধার কাজ৷ নেমেছিল সেনা৷ নির্মাণকারীদের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ৷

jadavpur_web

হোক কলরব:
আফজল গুরু ফাঁসি প্রসঙ্গে ফের উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। জেএনইউ কাণ্ডের ছায়া পড়েছিল এ শহরেও। যাদবপুরের ছাত্রছাত্রীদের মিছিলে ফাঁসির সাজাপ্রাপ্ত আফজল গুরু ও গিলানির সমর্থনে উঠেছিল স্লোগান। জেএনইউ ছাত্রনেতা কানহাইয়ার সুরে সুর মিলিয়ে কাশ্মীর ও মনিপুরের স্বাধীনতার দাবির সমর্থনে স্লোগান তুলেছিল যাদবপুরের পড়ুয়ারাও। কানহাইয়ার গ্রেপ্তারের বিরুদ্ধেও সরব হয়েছিল তারা। আর তাতেই বিতর্কের ঝড় ওঠে। গোটা ঘটনা রাজনৈতিক মোড় নিয়েছিল।

judith_web

জুডিথের প্রত্যাবর্তন:
আফগানিস্তানে তালিবান জঙ্গিদের হাতে অপহৃত হন কলকাতার মহিলা জুডিথ৷ টানা দেড়মাস কাবুলে জঙ্গিদের ডেরায় দুঃসহ আতঙ্কে প্রতিটা রাত কাটাতে হয়েছিল এই সমাজসেবীকে৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অক্লান্ত চেষ্টায় সব বাধা পেরিয়ে অবশেষে বাড়ি ফিরতে পেরেছিলেন তিনি৷ ঘরের মেয়ে ঘরে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁর বাবা-মা। যদিও ক্ষতবিক্ষত মনটাকে সারিয়ে তুলতে কম সময় লাগেনি এন্টালির বাসিন্দার৷

abesh_web

আবেশ হত্যা রহস্য:
একাদশ শ্রেণির ছাত্র আবেশ দাশগুপ্তর মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি৷ বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে আর বাড়ি ফেরেনি সে৷ বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন আবেশের মা৷ মৃত্যুরহস্যে টানা পনেরো দিন বিভিন্ন দিক থেকে জোরালো তদন্ত করার পর অবশেষে খুনের তত্ত্ব পুরোপুরিভাবে খারিজ করে দেন লালবাজারের পুলিশকর্তারা৷ এমনকী, এই মৃত্যুতে বন্ধু-বান্ধবীদের গাফিলতির তত্ত্বও খারিজ করে দেয় পুলিশ৷ জানিয়ে দেওয়া হয়, বালিগঞ্জের সানি পার্কের বহুতলের নিচে পড়ে দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে আবেশের৷

santhara_web

স্বেচ্ছামৃত্যু:
জীবনের ভোগ-আনন্দ শেষ৷ অসুস্থ শরীরটা ছিল স্রেফ বাহুল্য মাত্রা৷ আর সেই শরীর ত্যাগ করেই আত্মার মুক্তির জন্য অন্নজল ত্যাগ করেছিলেন গড়িয়াহাটের সোহানি দেবী দুগর৷ জৈন মতে ‘সান্থারা’ অবলম্বন করেই স্বেচ্ছামৃত্যুকে বরণ করে নিয়েছিলেন তিনি৷ জৈন মতে স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত৷ সেইমতো দেশে সম্ভবত এই প্রথম স্বেচ্ছামৃত্যুর ঘটনা৷

mocambo_web

মোকাম্বো:
পাঁচ তারা ডাইনিং রেস্তরাঁ৷ সাধের এই রেস্তরাঁয় ঢুকতে গেলে পরতে হবে ভাল পোশাক৷ হতে হবে উচ্চবিত্ত৷ নিমেষেই পোশাক দেখে মানুষের বিচার করে ফেলেছিল রেস্তরাঁ৷ গাড়িচালকের পোশাক পরা ব্যক্তিকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে৷ আর চলতি বছরের ১২ সেপ্টেম্বর এই ঘটনাই নিমেষে হয়ে গিয়েছিল ভাইরাল৷ একটা ফেসবুক পোস্টের ভিত্তিতে রেস্তরাঁ কর্তৃপক্ষের এহেন আচরণ নিয়ে পড়ে গিয়েছিল শোরগোল৷ আবেগে ভাসা মহানগরী দেখতে পেয়েছিল সোশ্যাল স্টেটাসের মাপকাঠির নির্লজ্জ নগ্নতাকে৷

red-road-durga_web

দুর্গা পুজো কার্নিভাল:
এ বছর দশমীর পরও চলল দুর্গা পুজো৷ প্রায় ৫০ হাজার দর্শনার্থী রেড রোডে দেখলেন অভিনব দুর্গা পুজোর শোভা যাত্রা৷ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ‘ট্যাবলো’র রুটই ছিল নিরঞ্জন-পূর্ব শোভাযাত্রার রুট৷ চারিদিকে আলোর রোশনাই৷ কলকাতায় সেদিন যেন চাঁদের হাট বসেছিল৷ দুর্গাপুজোর বিসর্জনের সেই শোভাযাত্রাকে ‘রিও কার্নিভ্যাল’-এর সঙ্গে তুলনা করা হয়েছিল৷

edi-suparna-child-trafficking

শিশুপাচার:
রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে তখন আর কার উপর ভরসা থাকে? তেমনই ছবি ফুটে উঠল যখন শিশুপাচার কাণ্ডে নাম জড়াল চিকিৎসকদের৷ বাদুড়িয়ার পাশাপাশি শিশুপাচার চক্রের জাল ছড়ায় খাস শহর কলকাতাতেও৷ তদন্ত যত এগোয় দেখা যায়, জাল আরও গভীরে বিস্তৃত৷ একাধিক এনজিও, চিকিৎসক, হোম এই বিরাট দুর্নীতির সঙ্গে জড়িত আছে বলে জানা যায়৷ শুধু বাদুড়িয়া নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই চক্র ছড়িয়ে আছে বলে জানা যাচ্ছে৷ লোক দেখানো সমাজসেবার আড়ালে সদ্যোজাতদের পাচারে জড়িত থাকার প্রমাণ মেলে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধেও৷

Mother1_web

জঙ্গি নিশানায় মাদার হাউস:
কলকাতার মাদার হাউসে হামলার ছক কষেছিল আইএস জঙ্গি আবু মুসার৷ জানা গিয়েছিল, মার্কিন, রুশ ও ব্রিটিশ নাগরিকদের হত্যার জন্য মুসার সফট টার্গেট ছিল মাদার হাউস৷ এনআইএ হেফাজতে থাকাকালীনই জেরায় মুসা স্বীকার করে, মাদার হাউসে হামলার ছক কষেছিল তারা। গুলশন হত্যাকাণ্ডের ছকেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল।

lodha-pti_l

ইডি’র জালে পরশমল:
নোট বাতিলের পর বদলে গিয়েছিল শহরের অনেক সমীকরণ৷ বছর শেষে চেন্নাইয়ের ছায়া পড়ল এ শহরেও৷ খনি মাফিয়া জে শেখর রেড্ডিকে ১৭০ কোটি টাকা ও ১২৭ কিলোগ্রাম সোনা-সহ গ্রেফতার করেছিল সিবিআই৷ তারপর কলকাতার এক ব্যবসায়ী ও হাওয়ালা মাফিয়া পরশমল লোধাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টররেট৷ তাঁর বিরুদ্ধে ২৫ কোটি কালো টাকা সাদা করার অভিযোগ ওঠে৷ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত পরশমল লোধাকে৷

mita-update

নববধূর খুন:
বিয়ের সাতদিনের মাথায় উদ্ধার হল বাগুইআটির গৃহবধূ কাজল বর্মনের ঝুলন্ত মৃতদেহ৷ অভিযোগ উঠেছিল, শ্বশুরবাড়ির লোকেরা দশ লক্ষ টাকার পণের দাবিতে তাঁকে হত্যা করেছে৷ আটক করা হয়েছে কাজলের স্বামী ও শ্বশুর-শাশুড়িকে৷ এদিকে নবমীর রাতে উলুবেড়িয়ার ২৩ বছরের গৃহবধূ তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মিতা মণ্ডলের হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল তাঁর স্বামী রাণা মণ্ডল, শ্বশুর দ্বিজেন্দ্রনাথ মণ্ডল, শাশুড়ি কল্পনা মণ্ডল ও দেওর রাহুল মণ্ডলকে ৷

kol-adb

শীর্ষে কলকাতা:
বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের চোখরাঙানিকে তোয়াক্কা না করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দূষণকে রুখে দিয়ে সবুজায়ন বাস্তবায়িত করে বিশ্বের শ্রেষ্ঠ ১০ শহরের মধ্যে জায়গা করে নিল কলকাতা৷ পিছনে ফেলে দিল দেশের রাজধানী দিল্লি, বাণিজ্য নগরী মুম্বই ও দক্ষিণের প্রাণকেন্দ্র চেন্নাইকে৷ মেক্সিকোয় আন্তর্জাতিক আবহাওয়া সম্মেলনে শুক্রবার দেশের একমাত্র মহানগর হিসাবে দূষণ প্রতিরোধী সেরার শিরোপা অর্জন করেছে কলকাতা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement