Advertisement
Advertisement

দলিত ছিলেন না রোহিত ভেমুলা!

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলা দলিত ছিলেন না৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের গঠিত নতুন কমিটির রিপোর্টে এমনটাই বলা হয়েছে৷

Rohith Vemula was not a Dalit, says commission set up by HRD ministry
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 4:14 pm
  • Updated:August 24, 2016 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলা দলিত ছিলেন না৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের গঠিত নতুন কমিটির রিপোর্টে এমনটাই বলা হয়েছে৷

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে বলা হয়েছে, এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে রূপনাওয়াল নয়া কমিশনের পক্ষে থেকে একটি রিপোর্ট পেশ করেছেন৷ আর সেই রিপোর্টেই নাকি বলা হয়েছে, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষণার ছাত্র রোহিত নাকি দলিত সম্প্রদায়ের ছিলেন না৷ তিনি পিছিয়ে পরা শ্রেণির মানুষ৷ তাই তাঁকে অনগ্রসর শ্রেণিভুক্ত বলা গেলেও, শূদ্র কোনওভাবেই বলা চলে না৷

Advertisement

যদিও এই বিষয়ে রূপনাওয়ালকে প্রশ্ন করা হলে, তিনি গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি৷

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আত্মহত্যা করেছিলেন রোহিত ভেমুলা৷ এফআইআরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র নাম উল্লেখ করা হয়েছিল৷  এই ঘটনার পরেই তৎকালীন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বিষয়টি তদন্তের জন্য কে রূপনাওয়ালকে নিয়োগ করেন৷

যদিও এই গোটা বিষয়টির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে জাতীয় তফসিলি জাতি কমিশনের পক্ষ থেকে৷ কমিশনের সভাপতি পিএল পুনিয়া বলেছেন, ‘রোহিত ভেমুলা অবশ্যই দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন৷ বিজেপি দলিত সম্প্রদায়ের অবস্থানকে টলিয়ে দেওয়ার জন্য এবং দলিত-বিদ্বেষী মনোভাবের জন্য নতুন কমিটি গঠন করেছে এবং আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে৷’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement