Advertisement
Advertisement

সৌরভের বিরুদ্ধে ফের তোপ শাস্ত্রীর

সম্প্রতি এ বিতর্কে নয়া ইন্ধন জোগাল রবি শাস্ত্রীর মন্তব্য৷

Ravi Shastri hits back at Sourav Ganguly again
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2016 7:14 pm
  • Updated:July 8, 2022 12:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ-শাস্ত্রী বাগযুদ্ধ থামার যেন কোনও লক্ষ্মণই নেই৷ ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনকে কেন্দ্র করে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তা থেকে সরতে চাইছেন না কেউই৷ সম্প্রতি এ বিতর্কে নয়া ইন্ধন জোগাল রবি শাস্ত্রীর মন্তব্য৷

অনিল কুম্বলকে কোচ হিসেবে বেছে নেওয়ার পরই ভারতীয় ক্রিকেটের অ্যাডাভাইজারি কমিটির অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেন শাস্ত্রী৷ তাঁর অভিযোগ, কোচ নির্বাচন প্রক্রিয়ায় শাস্ত্রীর ইন্টারভিউয়ের সময় উপস্থিত ছিলেন না সৌরভ৷ নিজের কাজকে যেন ভারতের প্রাক্তন অধিনায়ক সম্মান করেন, ঠারেঠোরে এমন কথাই বুঝিয়েছিলেন শাস্ত্রী৷ জবাব দিয়ে সৌরভ জানান, কোচ নির্বাচন অত্যন্ত গোপন একটা প্রক্রিয়া৷ তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না৷ তবে শাস্ত্রী যেমন তাঁর দিকে অভিযোগের আঙুল তুলে উপস্থিত না থাকার কথা বলছেন , তিনি নিজেও তো সে সময় দেশে ছিলেন না৷ তাঁরও তো উচিত ছিল কোচ নির্বাচনের সময় দেশে থেকে অ্যাডভাইজরি কমিটির সামনে প্রেজেন্টেশন পেশ করা৷ সৌরভের এই মন্তব্যকে একরকম সমর্থন জানিয়েই তাঁর পাশে এসে দাঁড়ান গৌতম গম্ভীরও৷

Advertisement

সৌরভের এই প্রশ্নের জবাব দিয়েই শাস্ত্রী জানালেন, কোচ নির্বাচনের কথা আগে থেকে বিসিসিআইয়ের তরফে জানানো হয়নি৷ সে কারণেই তিনি দেশের বাইরে গিয়েছিলেন৷ তাঁকে যে মেল করা হয় তাতে জানানো হয়েছিল, যদি তিনি দেশের বাইরে থাকেন তবে স্কাইপের মাধ্যমেও ইন্টারভিউ দেওয়া যাবে৷ তিনি সেটাই করেছিলেন৷ এরপরই সৌরভের বিরুদ্ধে তোপ দেগে তিনি ফের বলেন, অন্তত ইন্টারভিউ নেওয়া যাঁদের কাজ ছিল, তাঁদের উপস্থিত থাকা বাঞ্চনীয় ছিল৷ যে ব্যক্তি ইন্টারভিউ দিচ্ছেন তাঁর সম্মানের জন্য তো বটেই, নিজের কাজকে সম্মান জানানোর জন্যও তা করা উচিত বলে শাস্ত্রীর অভিমত৷

প্রসঙ্গত এই ইন্টারভিউয়ের সময় ভারতীয় ক্রিকেটের ‘হোলি ট্রিনিটি’র অন্যতম শচীন তেন্ডুলকরও সশরীরে উপস্থিত ছিলেন না৷ লন্ডন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই তিনি পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে ছিলেন৷ এই বিষয়টিকে মাথায় রেখেই যে শাস্ত্রী সৌরভের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন এমনটাই মনে করছে ক্রিকেটমহল৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement