স্টাফ রিপোর্টার: পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি নেতা হাফিজ মহম্মদের সইদের হুমকি উড়িয়ে দিয়ে ৩ আগস্ট ইসলামাবাদ যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতেই সরকারি সফরসূচী মেনে রাজনাথের এই পাকিস্তান সফর৷ কোনও জঙ্গি নেতার হুমকিকে ভারত যে কোনও গুরুত্বই দিচ্ছে না রাজনাথের অপরিবর্তিত পাকিস্তান সফরসূচী তারই প্রমাণ বলে দাবি করেছে সাউথ ব্লক৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সোমবার জানিয়েছেন, সার্কের জন্য কাজ করতে ভারত দায়বদ্ধ৷ তাই সার্ক গোষ্ঠীর বৈঠকে উপস্থিত হতেই রাজনাথ পাকিস্তানে যাচ্ছেন৷ তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন৷
রাজনাথের এই সফরকে চ্যালেঞ্জ জানিয়ে জামাত-উদ-দাওয়া প্রধান ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সইদ বলেছে, রাজনাথ পাকিস্তানে এলে আমরা গোটা দেশ অচল করে দেব৷ নিরীহ কাশ্মীরিদের উপর হত্যাকাণ্ড ও অত্যাচার চালানো হয়েছে রাজনাথের নির্দেশে৷ রাজনাথের হাতে কাশ্মীরিদের রক্তের দাগ লেগে রয়েছে৷
এদিকে সৌদি আরবে আটকে পড়া দশ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করল বিদেশমন্ত্রক৷ সোমবার সংসদে সৌদিতে দিশাহারা ভারতীয়দের কথা বলতে গিয়ে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ তিনি স্বীকার করে নেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই দিশাহারা শ্রমিকরা সৌদিতে যেসব কারখানায় কাজ করত, তার মালিকেরা বকেয়া না মিটিয়েই দেশ ছেড়েছে৷ এই পরিস্থিতিতে যেভাবেই হোক শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তিনি৷ এমনকী, বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং, ভারতীয়দের ফিরিয়ে আনতে স্বয়ং সৌদি আরবে যাচ্ছেন বলে তিনি সংসদে জানিয়েছেন৷
এদিন লোকসভার ‘জিরো আওয়ারে’ সুষমা বলেন, শুধু ভারতীয়দের ফিরিয়ে আনা নয়, তাঁদের বকেয়া বেতনও ভবিষ্যতে যাতে তাঁদের হাতে আসে, সেই ব্যবস্থাও করছেন তিনি৷ তিনি বলেন, “প্রত্যেক সংস্থাকেই একটি চুক্তি করতে হবে, যে শ্রমিকদের বেতন বাকি আগে তাঁদের বকেয়া মেটাতে হবে৷ তারপর তাঁরা কোম্পানির বকেয়া মেটাবেন৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.