Advertisement
Advertisement

নিম্নচাপ আরও গভীর, চলবে দুর্ভোগের বৃষ্টি

বাড়তে পারে দামোদর, অজয়, কংসাবতীর জলস্তর৷ উপকূলে জারি সতর্কতা৷

Rain will continue in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 3:04 pm
  • Updated:October 27, 2023 7:07 pm  

স্টাফ রিপোর্টার: আরও গভীর হয়েছে নিম্নচাপ৷ তাই বৃষ্টি চলবে দিনভর৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরের উপর ঘনীভূত ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে৷ তার জেরে আরও সক্রিয় মৌসুমি বায়ু৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷

জানা গিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়৷ আগামী ৪৮ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে৷ উপকূলবর্তী জেলাগুলোয় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে৷ দামোদর, অজয়, কংসাবতীর জলস্তর বাড়তে পারে বলে জানানো হয়েছে৷

Advertisement

মেঘভাঙা বৃষ্টিতে বুধবার সকাল থেকেই দুর্ভোগ সঙ্গী সাধারণ মানুষের৷ চিকিৎসকরা জানিয়েছেন, এমন আবহাওয়াতেই শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ৷ অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই৷ তাই বৃষ্টির জল যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা৷

এদিকে প্রবল বর্ষণে বিপর্যস্ত সুন্দরবনের একাধিক দ্বীপ৷ নিখোঁজ আটটি ট্রলার-সহ শতাধিক মৎস্যজীবী৷ গতকালই নিখোঁজ ছিল তিনটি ট্রলার৷ গতকাল রাত থেকে আরও পাঁচটি ট্রলারের খোঁজ মিলছে না৷ জলমগ্ন বেশ কয়েকটি গ্রাম৷ মৌসুনি দ্বীপে সমুদ্রের বাঁধ ভেঙে ভেসে গিয়েছে হাজার হাজার মানুষের বাড়িঘর৷ বিপর্যয় মোকাবিলায় নদীবাঁধের উপর নজর রাখতে জরুরি ভিত্তিতে কণ্ট্রোল রুম খোলা হয়েছে জেলার প্রতিটি ব্লকে৷ আগামী দু’দিন এই পরিস্থিতি থাকতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement