Advertisement
Advertisement

১১ জুলাইয়ের ধর্মঘট থেকে সরছে না রেল

দাবি পূরণ না হলে বন্ধ প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই৷

Railway staff to start indefinite strike on July 11
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2016 9:12 am
  • Updated:July 1, 2016 9:12 am  

স্টাফ রিপোর্টার: ১১ জুলাই ডাকা রেল ধর্মঘট থেকে পিছিয়ে এল না অল ইন্ডিয়া রেল ফেডারেশন৷ সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র বলেন, কোনও রকম দাবি পূরণ হয়নি৷ ৭০ বছরে এমন কর্মী বিরোধী বেতন কমিশন হয়নি৷ বৃহস্পতিবার প্রতিটি ডিভিশনের সদর দফতর, স্টেশন মাস্টারের ঘরের সামনে বন্ধের সমর্থনে ধরনায় বসেন রেলকর্মীরা৷
পূর্ব রেলের মেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সূর্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বেতন কমিশনে ক্ষতির মুখে পড়েছেন রেলকর্মীরা৷ সাত হাজারের সঙ্গে ১২৫ শতাংশ মহার্ঘ ভাতা যোগ করে ১৫,৭৫০ টাকা হয়৷ ১৪.২৭ বেসিক অর্থাত্‍ ২,২৫০ টাকা৷ দশ বছরে একজন কর্মীর বেতন বাড়ল ২,২৫০ টাকা৷ এটাকে বেতন বৃ‌দ্ধি বলে? আগে কর্মীর বিমা কাটা হত ৩০ টাকা৷ এখন কাটা হবে ১,৫০০ টাকা৷ যেখানে বেতন বাড়ল ২,২৫০ টাকা সেখানে ১,৫০০ টাকা কেটে নেওয়া হবে ৩০ টাকার জায়গায়৷ দশ বছরে ওই কর্মীর বেতন সে ক্ষেত্রে বাড়ল মাত্র ৭৫০৷
পাশাপাশি দাবি পূরণের কোনও ব্যবস্থাই হয়নি বলে তাঁদের অভিযোগ৷ আড়াই লক্ষ শূন্যপদ রয়েছে রেলে৷ এই পদ পূরণ হলে বেকার সমস্যা অনেকটাই সমাধানের পথে যাবে৷ আশি শতাংশ বিদেশি লগ্নি, পুরনো পেনশনরীতি ও বিবেকদেব রায় কমিটির সুপারিশে বেসরকারিকরণ-এর সুপারিশ বাতিলের দাবি পূরণ না হলে বন্ধ প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই বলে তাঁদের দাবি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement