Advertisement
Advertisement

এবার রেলযাত্রায় শুনুন মনপসন্দ গান!

চলতে চলতে...

Rail Radio Service to be launched on 1000 trains
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2016 5:17 pm
  • Updated:July 24, 2016 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে যেতে যেতেই এবারে পছন্দের গান শুনতে পাবেন যাত্রীরা৷ পাবেন নিজেদের পছন্দের রেডিও প্রোগ্রাম শুনতে৷ এরই মাঝে যদি রেল সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ খবর থাকে৷ পাবেন তার আপডেটও৷ সব ঠিক থাকলে এবার থেকে ট্রেনেই চলবে জনপ্রিয় এফএম রেডিও স্টেশনগুলি৷ এই পুরো আয়োজনের নাম ‘রেল রেডিও সার্ভিস’৷

অবশ্য আপাতত এই পরিকল্পনা রাজধানীর হাজার খানেক মেল ও এক্সপ্রেস ট্রেনেই কার্যকর করার কথা ভাবা হয়েছে৷ রাজধানী, দুরন্ত ও শতাব্দীও এই তালিকাভুক্ত বলে জানা গিয়েছে৷ প্রতিটা কোচেই বসবে একটি করে রেডিও৷ যাতে শোনা যাবে পছন্দের গানগুলি৷ এরই মাঝে এক ঘণ্টা অন্তর দেওয়া হবে ট্রেন সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ তথ্য৷ বিপদের সময়ও প্রযোজনীয় তথ্য দেওয়ার জন্য ব্যবহার করা হবে এই মাধ্যমগুলি৷ এর পাশাপাশি যাত্রীদের বিনোদনের জন্য জোকস, অ্যাস্ট্রোলজির মতো বিষয়গুলিও রাখা হবে বলে রেলসূত্রের খবর৷ থাকবে ভারতীয় রেলের ইতিহাসের কাহিনীও৷

Advertisement

রেলসূত্রের জানা গিয়েছে, জনপ্রিয় রেডিও স্টেশনগুলির সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে রেল কর্তৃপক্ষর৷ খুব শীঘ্রই এই ব্যবস্থা কার্যকর করার চেষ্টা চলছে৷ বর্তমানে শুধুমাত্র রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসেই পাবলিক অ্যাড্রেস সিস্টেম রয়েছে৷ রাজধানীর ট্রেনগুলিতে ‘রেল রেডিও সার্ভিস’ ব্যবস্থা সফল হলে দেশের অন্যান্য জায়গার ট্রেনগুলিতেও তা চালু করার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement