Advertisement
Advertisement

এবার যাত্রীদের দুর্ঘটনায় বাড়তি দশ লক্ষ ক্ষতিপূরণের বিমা

আগামী সেপ্টেম্বর মাস থেকে এই বিমার আওতায় আসবেন আইআরসিটিসির ওয়েবসাইটে ই-টিকিট কাটা সমস্ত যাত্রী৷ সব শ্রেণির ক্ষেত্রে এই সুবিধা মিলবে৷

rail passengers will get 10 thousand if accident occurs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2016 9:57 am
  • Updated:July 28, 2016 9:57 am  

সুব্রত বিশ্বাস: ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলে ই-টিকিটের যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দশ লক্ষ টাকা দেবে আইআরসিটিসি৷ রেলের ক্ষতিপূরণের পাশাপাশি বাড়তি এই সুবিধা দিতে এজন্য বেশ কয়েকটি বিমা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইআরসিটিসি৷ যার মধ্যে উল্লেখযোগ্য আইসিআইসিআই, লোমবার্ড জেনারেল ইনসিওরেন্স ও রয়্যাল সুন্দরম অ্যান্ড শ্রীরাম জেনারেল সংস্থা৷

আগামী সেপ্টেম্বর মাস থেকে এই বিমার আওতায় আসবেন আইআরসিটিসির ওয়েবসাইটে ই-টিকিট কাটা সমস্ত যাত্রী৷ সব শ্রেণির ক্ষেত্রে এই সুবিধা মিলবে৷ এজন্য মাত্র ১ টাকার প্রিমিয়াম জমা দিতে হবে যাত্রীকে৷ শুধু ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রেই নয়, ট্রেনে সন্ত্রাসবাদী আক্রমণ, ডাকাতের হামলা, দাঙ্গা ও অতর্কিত গুলিচালনার ক্ষেত্রেও এই ক্ষতিপূরণের অর্থ পাওয়া যাবে৷ মৃতের ক্ষেত্রে দশ লক্ষ, পুরোপুরি বিকলাঙ্গ হলে সাড়ে সাত লক্ষ, কোনও অঙ্গহানি দু’লক্ষ, হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে আইআরসিটিসি৷

Advertisement

বিমা পলিসির ক্ষেত্রে যাঁরা এই বিশেষ সুবিধা নিতে চান টিকিট কাটার সময় সেই যাত্রীকে দিতে হবে ই-মেল আইডি৷ শিশুরাও পড়বে এই বিমার আওতায়৷ টিকিট বাতিল করলে প্রিমিয়ামের অর্থ স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে যাত্রীর অ্যাকাউন্টে৷ বিকল্প ট্রেন ও রুটে গেলেও লাগু থাকবে বিমার ব্যবস্থা৷ কোনওরকম দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীর নিকট আত্মীয়কে দুর্ঘটনার পনেরো দিনের মধ্যে আইআরসিটির নোডাল অফিসারের কাছে প্রমাণ-সহ আবেদন করতে হবে৷ দুর্ঘটনার চার মাসের মধ্যেই মিলবে ক্ষতিপূরণের পুরো টাকা৷ ই-টিকিটকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ নিয়েছে আইআরসিটিসি৷ কারণ, এখন ট্রেন দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দেয় রেল৷ মৃত্যুর ক্ষেত্রে দশ লক্ষ টাকা৷ সপ্তম পে-কমিশনে তা দ্বিগুণ হতে পারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement