নন্দিতা রায়: আরএসএসের বিরুদ্ধে তাঁর লড়াই যে চলবে এবং নিজের অবস্থান থেকে যে তিনি সহজে সরবেন না, তা বুঝিয়ে দিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷
I will never stop fighting the hateful & divisive agenda of the RSS. I stand by every single word I saidhttps://t.co/bUWzTHrgHW
— Office of RG (@OfficeOfRG) August 25, 2016
বুধবারই সুপ্রিম কোর্টে তিনি দাবি করেন, সংগঠন হিসাবে আরএসএসকে মহাত্মা গান্ধীর মৃত্যুর জন্য তিনি কখনওই দায়ী করেননি৷ আরএসএসের সঙ্গে যুক্ত কিছু মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে তিনি মন্তব্য করেছিলেন৷ বিষয়টি নিয়ে রাহুলের ‘বুদ্ধি’ বজায় রয়েছে বলে বিজেপি শিবির থেকে সেদিনই কটাক্ষও করা হয়েছিল৷ তার পরেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আবার আরএসএসের সমালোচনা করলেন রাহুল৷ এদিন তিনি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ‘অফিস অফ আরজি’তে লিখেছেন, “আমি কখনওই আরএসএসের ঘৃণ্য ও বিভেদের অ্যাজেন্ডার বিরুদ্ধে লড়াই থামাব না৷ আমি যা বলছি তা অক্ষরে অক্ষরে পালন করব৷”
আরএসএসের বিরুদ্ধে রাহুলের মন্তব্য এই প্রথম নয়৷ অতীতেও তিনি বহুবার সংঘ পরিবারের দিকে আঙুল তুলেছেন৷ তা সে গান্ধীজির মৃত্যু নিয়ে হোক বা সর্দার বল্লভভাই প্যাটেল প্রসঙ্গেই হোক৷ সংঘ পরিবারের বিরুদ্ধে রাহুলের তোপ দাগার বিষয়টি নতুন না হলেও সুপ্রিম কোর্টের শুনানির পরদিনই রাহুলের এহেন মন্তব্য তাৎপর্যপূর্ণ৷ বুধবার সুপ্রিম কোর্টে সংঘ পরিবারকে তিনি গান্ধীর ঘাতক বলেননি বলে দাবি করার পরে বিজেপি যে তাঁর মন্তব্যকে হাতিয়ার করে আগামী দিনে তাঁকে আক্রমণ করতে পারে তা ভালই বুঝেছেন তিনি৷ বিজেপি যাতে কোনও রাজনৈতিক ফায়দা না তুলতে পারে তার জন্য প্রথমদিন থেকেই রাহুল নিজের অবস্থান স্পষ্ট করে দিতে চাইছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.