Advertisement
Advertisement

আত্মত্যাগ বিতর্কে মোদিকে পাল্টা আক্রমণ রাহুলের

উপনিষদের বাণী উদ্ধৃত করে টুইট...

Rahul Gandhi tweets a prayer for PM Modi, asks for 'freedom from ignorance'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 12:25 pm
  • Updated:August 20, 2016 12:25 pm  

জ্যোতির্ময় কর্মকার: আত্মত্যাগের তুল্যমূল্য বিচারের লড়াইয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে উপনিষদের উদ্ধৃতি ব্যবহার করে একহাত নিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ বৃহস্পতিবার এক দলীয় অনুষ্ঠানে মোদি কংগ্রেসকে তীব্র খোঁচা দিয়ে বলেন, “ব্রিটিশ আমলে কংগ্রেস যত না প্রতিকূলতার মুখে পড়েছে, স্বাধীন ভারতে তার চেয়ে অনেক বেশি প্রতিকূলতা সহ্য করেছে বিজেপি৷” প্রধানমন্ত্রীর এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস শিবির৷ পাল্টা বিবৃতি দিয়ে সমালোচনা শুরু করে দেন একের পর এক প্রথম সারির নেতা৷

স্বাধীন ভারতে অধিকাংশ সময়েই দিল্লির মসনদ ছিল কংগ্রেসের দখলে৷ স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান তাঁরা৷ শুক্রবার আসরে নামেন দলের সেকেন্ড-ইন-কম্যান্ড৷ যদিও রাজনৈতিক বক্তব্যের ধারেকাছে না গিয়ে চূড়ান্ত কটাক্ষকেই প্রতি আক্রমণের পথ হিসাবে বেছে নেন তিনি৷ টুইট করে রাহুল বলেন, “মোদিজির জন্য একটা প্রার্থনা৷ অসতোমা সদগময়, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যোর্মা অমৃতমগময়, ওম শান্তি শান্তি শান্তি৷” ফলো আপ টুইটে উপনিষদের বাণীর অর্থও বুঝিয়ে দেন৷ লেখেন, “আমাকে অজ্ঞতা থেকে সত্যের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে চলো৷ সমগ্র জীব জগতের জন্য শান্তি বিরাজ করুক৷”

Advertisement

বৃহস্পতিবার দিল্লিতে দলীয় অফিসের ভূমিপূজনের অনুষ্ঠানে মোদির এই বক্তব্য আদতে স্বাধীনতা সংগ্রামীদের অপমান বলে অভিযোগ করেন কংগ্রেস নেতারা৷ এদিন আরও কয়েক কদম এগিয়ে বিজেপির পূর্বতন অবতার জনসংঘ এবং আরএসএসকে ব্রিটিশদের চর বলে আক্রমণ শানান কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মা৷ বলেন, “ভুল তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর নিজের পদের অসম্মান করা উচিত নয়৷ এই বক্তব্য মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেলের মতো হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের প্রতি অপমান৷” শুধু মন্তব্য প্রত্যাহারই নয়, এর জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি তোলে কংগ্রেস৷

যদিও মোদির বক্তব্য ঘিরে যতই জলঘোলা হোক, কোনও পরিস্থিতিতেই প্রতিপক্ষকে জমি ছাড়তে নারাজ বিজেপিও৷ দলের তরফে জাতীয় সচিব শ্রীকান্ত শর্মা পাল্টা সাংবাদিক বৈঠক করে বলেন, “ব্রিটিশরা ভারতীয়দের উপর অত্যাচার চালাত৷ আর কংগ্রেস বিরোধীদের উপর অত্যাচার চালিয়ে এসেছে৷ এরা জরুরি অবস্থা জারি করে সব বিরোধীকে জেলে আটকেছিল৷ বিরোধীদের উপর অত্যাচার এদের নীতির অঙ্গ৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement