সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঞ্জাবের রাজনীতি থেকে দূরে থাকতে বলা হয়েছিল আমায়৷ তাই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি৷’ সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য নভজোৎ সিং সিধুর৷ সাংবাদিকদের তিনি বলেন বিজেপির তরফে তাঁকে পাঞ্জাবের রাজনীতি এবং উন্নতিসাধন থেকে দূরে থাকার প্রস্তাব দেওয়া হয় আর সেই জন্যই রাজ্যসভার সদস্যপদ খারিজ করলেন তিনি৷ এদিন তিনি জানান, “যে কোনও রাজনৈতিক দলের থেকে পাঞ্জাবের উন্নতি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ তাই যেখানে আমায় পাঞ্জাবের উন্নতিসাধনের থেকে দূরে সরিয়ে রাখা হবে, সেখানে আমি থাকব না৷ যে কোনও দল, পরিবার এবং পাঞ্জাবের মধ্যে যদি আমায় কিছু বেছে নিতে হয়, আমি অবশ্যই পাঞ্জাবকে বেছে নেব৷”
এদিন বিজেপি’র বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি আম আদমি পার্টিতে যোগ দেওয়ার ব্যাপারটিকেও উসকে দেন সিধু৷ সরাসরি আম আদমি পার্টিতে যোগ দেওয়ার কথা না জানালেও তিনি বলেন “পাঞ্জাবের উন্নতি যেই দলে যোগ দিয়ে করা সম্ভব হবে, সেই দলেই যোগ দেব৷”
যদিও সিধুর এই বক্তব্য নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি৷ তাঁদের তরফে জানানো হয়েছে সিধু এখনও সদস্যপদ থেকে ইস্তফা দেননি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.