Advertisement
Advertisement

কান্দিল বালোচ হত্যা-কাণ্ডে ধৃত বোন ও তুতোভাই

পুলিশের সন্দেহ, কান্দিলকে হত্যা করার সময় এই ভাই ও বোনের সাহায্য নিয়েছিল কান্দিলের দাদা ওয়াসিম৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2016 8:53 pm
  • Updated:July 25, 2016 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি মডেল এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আইকন কান্দিল বালোচের হত্যার অপরাধে এবার কান্দিলের ভাইয়ের পাশাপাশি তাঁর তুতোভাই এবং বোনকেও গ্রেফতার করল পুলিশ৷

পুলিশের সন্দেহ, কান্দিলকে হত্যা করার সময় এই ভাই ও বোনের সাহায্য নিয়েছিল কান্দিলের দাদা ওয়াসিম৷ আর তাই শাহনাজ এবং হক নওয়াজকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷

Advertisement

গত ১৬ জুলাই কান্দিলের ভাই ওয়াসিম মুলতানের বাড়িতে ঘুমের মধ্যে কান্দিলকে শ্বাসরোধ করে হত্যা করে৷ কান্দিলের বাবা-মাই পুলিশের কাছে নিজের ছেলের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন৷ এরপর ওয়াসিমকে গ্রেফতার করা হলে সে সাফ জানিয়ে দেয়, পরিবারের সম্মান বাঁচাতেই কান্দিলকে হত্যা করেছে সে৷ যদিও জেরায় সে জানিয়েছিল একাই হত্যা করেছে কান্দিলকে৷ কিন্তু পুলিশের অনুমান সত্যি কথা বলছে না ওয়াসিম৷ তাই তদন্তকে এগিয়ে নিয়ে জোর খাতিরে এবার কান্দিলের তুতোভাই এবং বোনকেও গ্রেফতার করল পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement