Advertisement
Advertisement

বাড়ছে ভারতীয় পুরুষদের গড় উচ্চতা!

বাড়ন্ত সময়ে উচ্চতার সঙ্গে ক্যালরির প্রত্যক্ষ যোগ থাকে বলে দাবি গবেষকদের৷

Punjab Is Apparently The Tallest State In India. But Can You Guess Why?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 4:30 pm
  • Updated:July 4, 2016 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত৷ দেশের এই বাড়-বাড়ন্ত শুধুমাত্র উন্নয়নের নিরিখেই নয়৷ শরীরের উচ্চতার ভিত্তিতেও৷ এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য৷ ১৯১৪ সালে যেখানে ভারতীয় পুরুষদের গড় উচ্চতা ছিল ৫ ফুট ৩ ইঞ্চি, বর্তমানে তা ৫ ফুট ৫ ইঞ্চি৷

এর বেশিরভাগ দায়ই বর্তায় পঞ্চনদীর দেশের উপর৷ সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের উত্তরপূর্বের এই দেশের বাসিন্দাদের উচ্চতাই সবচেয়ে বেশি৷ এর অন্যতম কারণ হিসেবে পাঞ্জাবিদের খাদ্যাভ্যাসের কথাই বলা হয়েছে৷ দেশের অন্যান্য ভাগের তুলনায় পাঞ্জাবি খাবারে ক্যালরির পরিমান অনেক বেশি থাকে৷ বাড়ন্ত সময়ে উচ্চতার সঙ্গে ক্যালরির প্রত্যক্ষ যোগ থাকে বলে দাবি গবেষকদের৷ এই কারণেই ঝাড়খণ্ডের মানুষের উচ্চতা কম হয়ে থাকে বলে দাবি তাঁদের৷

Advertisement

ঝাড়খণ্ডের একজন বাসিন্দার সাধারণত রোজকার খাবার, বাসি ভাত ও দু’টি পুরি বা পরোটা৷ যাতে যথাক্রমে ২৫০ মিলি ও ১৫০-২০০ মিলি ক্যালরি থাকে৷ অন্যদিকে, পাঞ্জাবি মেনুতে প্রায়ই জায়গা করে নেয় বাটার চিকেন, রাজমা, লস্যির মতো খাবার৷ যাতে মোট ক্যালরির পরিমান ১০০০ মিলি৷  এই কারণেই দেশের মধ্যে শরীরের উচ্চতার নিরিখে সবচেয়ে এগিয়ে পাঞ্জাবের ‘গবরু জওয়ান’রাই৷ তবে, উচ্চতা পুরোপুরি খাবারের উপরে যে নির্ভর করে তা নয়৷ জিন ও পরিবেশেরও মানুষের দেহের উপরে সমানাধিকার রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement