সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে কানাহাইয়া কুমারের মতো বিছিন্নতাবাদী ছাত্র নেতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল বছর পনেরোর মেয়েটি৷ মত প্রকাশের স্বাধীনতা নিয়ে খোলা তর্কের আহ্বান জানিয়েছিল সে৷ এবার কাশ্মীরে জাতীয় পতাকা তোলার ঘোষণা করে নয়া চ্যালেঞ্জ ঠুকল পাঞ্জাব কিশোরী জাহ্নবী বহেল৷
হিজবুল নেতা বুরহানের মৃত্যুর পর থেকেই উত্ত্প্ত কাশ্মীর৷ উপত্যকায় রক্তপাত যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ সুযোগ বুঝে বিছিন্নতাবাদে শান দিচ্ছে পাকিস্তানও৷ কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের দ্বৈরথ এই মুহূর্তে চরমে পৌঁছেছে৷ এহেন পরিস্থিতিতে দেশের নানাজনের নানা মত৷ তবে কাশ্মীর ইস্যুতে দেশের অখণ্ডতা রক্ষার পক্ষেই সকলে একবাক্যে সায় দিচ্ছেন৷ এবার সেই ইস্যুতেই সরব হল এই কিশোরী৷ জানাল, অশান্ত কাশ্মীরে এই স্বাধীনতা দিবসে তিনি দেশের জাতীয় পতাকা ওড়াবেনই৷ কারও সাধ্য থাকে তো যেন তাকে আটকায়৷
আসলে আজাদ কাশ্মীর ইস্যুতে দেশের একশ্রেণির বিছিন্নতাবাদী নেতা এখনও ইন্ধন দিয়ে চলেছেন৷ এই কিশোরীর প্রতিবাদ সেই মানসিকতার বিরুদ্ধেই৷ আজাদ কাশ্মীরকে সমর্থন করে যাঁরা দেশের অখণ্ডতাকে প্রশ্রয় দিচ্ছেন, তাঁদেরকেই চ্যালেঞ্জ জানাল এই সাহসীনি৷
ভিডিওতে দেখে নিন, কী বলছে সে-
WATCH: Ludhiana student Jhanvi Behal says she will hoist tricolour at Lal Chowk in Srinagar on August 15https://t.co/9ntgvqHrGa
— ANI (@ANI_news) July 23, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.