Advertisement
Advertisement

ছেলের সামনেই পিটিয়ে খুন ‘গোল্ড ম্যান’কে

ব্যবসায়ী হিসেবে পরিচিত দত্তা টাকা লেনদেন ও চিট ফান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে৷

Pune's 'Gold Man' Beaten To Death In Front Of Son
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 1:30 pm
  • Updated:July 15, 2016 1:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর আগে সোনার জামা পরে খবরের শিরোনামে এসেছিলেন তিনি৷ সেই সোনার জামাই বোধহয় কাল হল৷ আততায়ীদের আক্রমণে প্রাণ হারাতে হল পুণের ‘গোল্ড ম্যান’ দত্তা ফুগেকে৷

বছর চারেক আগে খাঁটি সোনার তৈরি জামা পরে সারা দেশের নজরে পড়েছিলেন এই ব্যবসায়ী৷ সাড়ে তিন কেজি ওজনের সে সোনার জামা তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গেরই ১২ জন স্বর্ণকার৷ পুণের এই ব্যবসায়ীর শখই ছিল সোনার৷ নানারকম সোনার গহনাও তিনি পরে থাকতেন৷ সম্ভবত সেই সোনার কারণেই প্রাণ দিতে হল তাঁকে৷ শুক্রবার সকালে প্রায় ডজনখানেক আততায়ী হামলা চালায় তাঁর গাড়ির উপর৷ গাড়িতে ছিল গোল্ড ম্যানের ছেলেও৷ ছেলের সামনেই পিটিয়ে খুন করা হল তাঁকে৷

Advertisement

আপাতভাবে মনে করা হচ্ছে, সোনার লোভেই মরতে হয়েছে গোল্ড ম্যানকে৷ আততায়ীরা নিমন্ত্রণের টোপ দিয়ে তাঁকে ডেকে এনেছিল বলেই অনুমান পুলিশের৷ তবে এর পিছনে অন্য কারণও আছে বলে মনে করা হচ্ছে৷ ব্যবসায়ী হিসেবে পরিচিত দত্তা টাকা লেনদেন ও চিট ফান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে৷ সেই ক্ষেত্রেও কোনও সমস্যার কারণেই তাঁর উপর আক্রমণ হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের জন্য আপতত চারজনকে আটক করেছে পুণে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement