Advertisement
Advertisement

Breaking News

পুজোয় কিছুটা চমক কিছুটা গল্প বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে

নতুন আঙ্গিকে ঠাকুরমার ঝুলির গল্প শোনাবেন শিল্পী অদিতি চক্রবর্তী

Puja Preparation 2016: Vivekananda Park Athletic Club
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 8:13 pm
  • Updated:September 13, 2016 8:17 pm  

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ অষ্টম প্রতিবেদনে পড়ুন হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: ঠাকুরমার ঝুলির গল্প মনে আছে? লালকমল-নীলকমল, অরুণ-বরুণ-কিরণমালা, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি, সাত ভাই চম্পা, সুখসারি আরও কত সুন্দর রূপকথার গল্প৷ কত পুরনো অথচ আজও কত অমলিন৷ কিন্তু সেইসব গল্প নবীন প্রজন্ম কাছে প্রায় গুরুত্বহীন হয়ে গিয়েছ৷ এখন শিশুমন মজেছে পোকেমন, ডোরেমন, ছোটা ভীম-এ৷ অথচ একসময় ঠাকুরমার ঝুলি না পড়লে বেড়ে ওঠাই অসম্পূর্ণ মনে হত৷

Advertisement
কাল্পনিক ব্যাঙের ছাতা
কাল্পনিক ব্যাঙের ছাতা

কেমন হয় যদি সেই ঠাকুরমার ঝুলির গল্পসম্ভার চাক্ষুষ করা যায়? রূপকথার গল্পের কাল্পনিক চরিত্রগুলি যদি জীবন্ত হয়ে ওঠে চোখের সামনে৷ এবার সেই ভাবনাকে পাথেয় করেই দুর্গাপুজোর থিম বানিয়েছেন থিমমেকার অদিতি চক্রবর্তী৷ রূপকথার কাল্পনিক চরিত্রগুলিকে পুজোর মণ্ডপে ফুটিয়ে তোলার প্রয়াস করেছেন হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে৷ ৪৫তম বর্ষে তাদের থিম ‘চমক অল্প স্বল্প, বাকিটা গল্প’৷
গত বছর শিল্পী পার্থ দাশগুপ্তর সৃজনে ছড়ার মজায় দুর্গাপুজোয় মেতেছিল বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব৷ এবছর শিল্পী অদিতি চক্রবর্তীর সৃজনে ঠাকুরমার ঝুলি৷ থিম সংগীত সংগীতকার ইন্দ্রদীপ দাশগুপ্ত৷

সেজে উঠছে পুজোমণ্ডপ
সেজে উঠছে পুজোমণ্ডপ

এবার আসা যাক থিমের কথায়৷ গোটা মণ্ডপটি প্লাইউড, কাঠের কাজে সেজে উঠেছে৷ ঠাকুরমার ঝুলির বিভিন্ন চরিত্রকে সামনে রেখে মহিষাসুরমর্দিনীর গল্প ফুটিয়ে তুলেছেন শিল্পী৷ এখানে ঠাকুরমা শিশুদের কাল্পনিক মহিষাসুরমর্দিনীর গল্প শোনাচ্ছে৷ বাকিটা গল্পের মতো বেশ কিছু চমক রয়েছে এই থিমে৷ সেটা ক্রমশ প্রকাশ্য৷ ২০১৪ সালের পুজোয় গোটা মণ্ডপ জুড়ে থ্রি-ডি আর্ট পেন্টিংয়ের থিম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব৷ পার্থ দাশগুপ্তর সৃজনে থ্রি-ডি পেইন্ট সবার প্রশংসা কুড়িয়েছিল৷ এবার ঠাকুরমার ঝুলির রূপকথা দিয়ে পুজোপ্রেমীদের মন কতটা জয় করতে পারেন শিল্পী অদিতি এখন সেটাই দেখার৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement