Advertisement
Advertisement

Breaking News

এবার পুজোয় চৌখুপিতে বাজিমাত করতে চায় শিবমন্দির

চৌখুপির আদলেই মণ্ডপ বানিয়ে তাতে দেবী দুর্গার আরাধনায় মাততে চাইছেন শিল্পী বিমল সামন্ত৷

Puja Preparation 2016: Shibmandir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 7:47 pm
  • Updated:October 2, 2016 8:15 pm  

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন টালিগঞ্জের শিবমন্দিরের পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: প্রকৃতির যা কিছু বর্তমান সবই নিজ নিজ মহিমায় শ্রেষ্ঠ৷ যেমন কাঠ৷ এই কাঠের কতই না ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে৷ শোওয়ার খাট, আলমারি, আলনা, টেবিল-চেয়ার, বাক্স, ব্যাট-ক্যারম বোর্ড, ঘুড়ির লাটাই, হাতা-খুন্তি, ডালের কাঁটা এমন হাজারো কাঠের উপকরণ ছাড়া আমাদের দিন চলে না৷ আর সেই কাঠের হাজারো জিনিস দিয়ে পুজোয় বাজিমাত করতে চাইছে দক্ষিণ কলকাতার শিবমন্দির দুর্গোৎসব কমিটি৷ এবছর ৮০ বর্ষে পা দিয়েছে শিবমন্দিরের পুজো৷ আর এবার তাদের নিবেদন ‘চৌখুপি’৷ থিমশিল্পী বিমল সামন্তর সৃজনে চৌখুপিতে বাজিমাত করতে চায় শিবমন্দির৷

Advertisement

shibmandir-1_web

চৌখুপি মানে ছোট ছোট খোপ৷ সেই খোপ আগলে রাখে আমাদের অনেক পার্থিব-অপার্থিব বিষয়৷ বুকের খাঁচার চৌখুপিতে সুরক্ষিত থাকে মন, চৌকো সিন্দুকে সুরক্ষিত থাকে অমূল্য রতন৷ চার দেওয়ালের ঘরও একপ্রকার চৌখুপি৷ মায়ের কোলের চৌখুপি হয় স্নেহের পরশ মাখা, আবার দুই মলাটের চৌখুপির ভিতরে লুকিয়ে থাকে বহু জানা-অজানা কাহিনি৷ কাঠের ফ্রেমও একরকম চৌখুপি যার মধ্যে বন্ধ থাকে প্রিয়জনের ছবি৷ দরজা-জানলা-চিলেকোঠা সবই তো চৌখুপি৷

shibmandir-2_web

এবার সেই চৌখুপির আদলেই মণ্ডপ বানিয়ে দেবী দুর্গার আরাধনায় মাততে চাইছেন শিল্পী বিমল সামন্ত৷ দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঠের উপকরণ দিয়ে মণ্ডপ সাজাচ্ছেন তিনি৷ কোথাও লাটাই, কোথাও খড়ম, ডালের কাঁটা, চামচ, ক্যারম বোর্ড-সহ নানান জিনিস রয়েছে এই চৌখুপিতে৷ সেই চৌখুপির অন্দরে শোভা পাচ্ছে নিমকাঠের প্রতিমা৷ সঙ্গে বাহারি আলোকসজ্জা, সৌজন্যে শিল্পী প্রেমেন্দু বিকাশ চাকী এবং পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের আবহসংগীত৷

shibmandir-3_web

গতবছর লোহার কারুকার্যে পঞ্জিকা পার্বণে মেতেছিল শিবমন্দির৷ সৃজনে ছিলেন শিল্পী বিমল সামন্ত৷ এবার তাঁর থিমের উপকরণ কাঠ৷ সবমিলিয়ে চৌখুপির আঙ্গিকে সেজে ওঠা পুজোমণ্ডপ অপেক্ষায় শহরের পুজোপ্রেমীদের৷ এমন থিম তাঁদের মনের চৌখুপিতে কতটা জায়গা করে নেয় সেটাই দেখার৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement