পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন হাতিবাগানের কাশী বোস লেনের পুজো প্রস্তুতি৷
শুভময় মণ্ডল: বিশ্ব ব্রহ্মাণ্ডের সভ্যতার চাকা গড়িয়েছে শিল্পায়নের উপর ভর করে৷ আজ পৃথিবীর যে প্রান্তেই তাকানো যায় না কেন, সর্বত্রই শিল্পায়নই হল শেষ কথা৷ শিল্পায়ন দেশের আর্থ সামাজিক পরিবেশের মানদণ্ড বয়ে বেড়ায়৷ শিল্পায়নের অগ্রগতি ভাগ করে প্রথম বিশ্ব ও তৃতীয় বিশ্বকে৷ কিন্তু কোথাও যেন মনে হয়, শিল্পায়নের ক্রমবর্ধমান অগ্রগতি মূল্যহীন করে তুলছে সবুজায়নকে৷ শিল্পের দাদাগিরি তিলে তিলে ধ্বংস করছে প্রকৃতির সবুজকে৷ তবে ভাবার বিষয়, পৃথিবী থেকে সবুজ নিশ্চিহ্ন হয়ে যাওয়া মানে সৃষ্টির আগেই আগামী প্রজন্মের বিলুপ্তি৷ বছরের পর বছর ধরে বিশ্ব উষ্ণায়ন এক গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ এই পরিস্থিতিতে শিল্পায়ন ও সবুজায়নের যুগলবন্দির সামনে দাঁড়িয়ে এক অনন্য সামাজিক বার্তা দিতে চলেছে কলকাতার এক পুজো৷ উত্তরের হাতিবাগানের কাশী বোস লেন দুর্গাপুজো কমিটির এবছরের ভাবনা এই যুগলবন্দিই৷ থিমমেকার প্রদীপ দাসের সৃজনে ৭৯ তম বর্ষে কাশী বোস লেনের নিবেদন ‘এসো মুক্ত করো’৷
শিল্পায়নের জেরে পরিবেশ দূষণের শিকল ভেঙে মুক্ত বাতাসের ঘ্রাণ নিতে চাইছে মানবজাতি৷ সেই বিষয়কেই গোটা মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী প্রদীপ দাস৷ গত বছর তাঁরই সৃজনে মেয়েবেলায় মেতেছিল কাশী বোস লেন৷ ছোট-বড় সবমিলিয়ে বহু পুরস্কারে ভূষিত হয়েছিল তাদের পুজো৷ তাই এবারও প্রদীপ দাসের উপরই ভরসা রেখেছেন উদ্যোক্তারা৷ যোগ্যসঙ্গত মৃৎশিল্পী নবকুমার পালের প্রতিমার৷ দুই শিল্পীর যুগলবন্দি সর্বশক্তিময়ী দেবী দুর্গার কাছে প্রার্থনা জানাবেন, শিল্পায়ন ও সবুজায়নের মেলবন্ধ ঘটিয়ে আগামী প্রজন্মকে এক সুন্দর দূষণমুক্ত পৃথিবী উপহার দেওয়া যায়৷
এবার আসা যাক থিমের কথায়৷ শিল্পায়ন দেখানোর জন্য গোটা মণ্ডপে প্রচুর লোহার জিনিস ব্যবহার করেছেন শিল্পী৷ মণ্ডপে ঢুকতেই চোখে পড়বে, লোহার চেন, নাটবল্টু-সহ অন্যান্য উপাদানের তৈরি এক বিশাল মানব হাতের পাঞ্জা৷ তার তালুর মধ্যে এক চিন্তিত লৌহ মানব বসে আছে৷ কল-কারখানায় সচরাচর চোখে পড়া সবরকম জিনিসই রয়েছে মণ্ডপে৷ থিমের সঙ্গে সামঞ্জস্য তৈরি হচ্ছে দেবী প্রতিমা৷ শিল্পায়নের মধ্যেই মিলবে সবুজের আভাস৷ গাছ-গাছালি, ফুল, ফল, অরণ্য আরও অনেক কিছুর৷ শিল্পায়ন ও সবুজায়নের মেলবন্ধন ঘটিয়ে কাশী বোস লেনের পুজো সমাজকে কতটা সচেতন করতে পারে তা সময়ই বলবে৷
ভিডিওয় দেখে নিন পুজোর প্রস্তুতির ঝলক-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.