Advertisement
Advertisement

Breaking News

পুজোয় ভিনদেশি পুতুলে সাজছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীনের মণ্ডপ

থিমশিল্পী রূপক বসুর সৃজনে বাহারি পুতুলে সাজছে পুজোমণ্ডপ৷

Puja Preparation 2016: Hatibagan Nalin Sarkar Street Sarbojanin
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 5:52 pm
  • Updated:September 24, 2016 5:52 pm  

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ ষোড়শ প্রতিবেদনে পড়ুন হাতিবাগানের নলিন সরকার স্ট্রিট সর্বজনীনের পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: বাংলার সংস্কৃতিতে পুতুলের একটা বিশেষ স্থান রয়েছে৷ এমনকী সাহিত্যেও বারংবার ফিরে আসে পুতুলের প্রসঙ্গ৷ গল্পে, প্রবন্ধে বা কবিতায়৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নতুন পুতুল’, অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ বা প্রেমেন্দ্র মিত্রর ‘পুতুল ও প্রতিমা’৷ সবেতেই বাংলার লোকসংস্কৃতিতে পুতুলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ তাহলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় পুতুল স্থান পাবে না, তা কি হয়? এবার বিশেষ ধরনের পুতুল দিয়েই পুজোপ্রাঙ্গণ সাজাচ্ছে হাতিবাগানের নলিল সরকার স্ট্রিট সর্বজনীন৷ ৮৪ তম বর্ষে পা দিয়ে তাদের শারদ অর্ঘ্য সেই পুতুল৷ তাদের থিমের নাম ‘পুতুল ও প্রতিমা’৷ থিমশিল্পী রূপক বসুর সৃজনে বাহারি পুতুলে সাজছে পুজোমণ্ডপ৷

Advertisement

nalin-sarkar-street-1_web

গত বছর কাগজের কারুকার্যের উপর থিম সাজিয়েছিলেন শিল্পী৷ থিমের নাম ছিল ‘আবাহন বুননে ও মননে’৷ এবছর পুতুলের উপর কাজ করছেন শিল্পী রূপক বসু৷

nalin-sarkar-street-2_web

এবার আসা যাক থিমের কথায়৷ কিন্তু থিমের বিষয়ে বিশদে জানতে গেলে আপনাকে ঢুঁ মারতে হবে সুদূর আতলান্তিকের পারে মেক্সিকোয়৷ না, সশরীরে যাওয়ার দরকার নেই, ইতিহাসের পাতা ওল্টালেই হবে৷ দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা প্রদেশের নাম অনেকেরই অজানা৷ সেই ওয়াক্সাকারই কারু শিল্প, পুতুল শিল্প আজ গোটা বিশ্বে সমাদৃত৷ সেই লোকশিল্পকেই থিমে তুলে ধরেছেন শিল্পী৷ পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠার পর সে রূপ নেয় প্রতিমার৷ এখানেও সেই রূঢ় সত্যই থিম হিসাবে তুলে ধরেছেন শিল্পী৷ মণ্ডপ জুড়ে ওয়াক্সাকার অন্যতম দ্রষ্টব্য এই পুতুলগুলিকে সাজানো হচ্ছে৷ ফাইবারের তৈরি রংবেরঙের সেই বাঘ, সিংহ, হাতি গোটা মণ্ডপে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পারবেন পুজোপ্রেমীরা৷ কোথাও পুতুল আবার কোথাও প্রতিমা৷ মৃৎশিল্পী পরিমল পালের চিন্মীয় প্রতিমা এবং থিমশিল্পী রূপক বসুর সৃজনে ওয়াক্সাকার পুতুল, দুইয়ের যুগলবন্দিতে এবার এগিয়ে চলেছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীনের পুজোর প্রস্তুতি৷ যোগ্য সঙ্গত শিল্পী নিলয় দত্তর আবহ সংগীত৷ এই পুতুল ও প্রতিমা পুজোপ্রেমীদের কতটা আনন্দ দিতে পারে তা সময়ই বলবে৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement