Advertisement
Advertisement

Breaking News

পুজোয় দশে মিলে ‘দশে ১০’ করবে দমদম পার্ক তরুণ সংঘ

থিমমেকার অমর সরকারের সৃজনে দশে মিলে শুভশক্তির সূচনায় মেতেছে তরুণ সংঘ৷

Puja Preparation 2016: Dumdum Park Tarun Sangha
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 4, 2016 8:54 pm
  • Updated:October 4, 2016 9:06 pm  

শুভময় মণ্ডল: দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ৷ ছোটবেলায় মা-ঠাকুরমারা এই কথা বলেই সবাইকে সঙ্গে নিয়ে চলার উপদেশ দিতেন৷ ছোটবেলার এই অমোঘ বাক্য যে কতটা খাঁটি ছিল তা বড় হওয়ার পর বোঝা গিয়েছিল৷ ঠিক সেইভাবেই দেবী দুর্গারও আবির্ভাব হয়ে প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার জন্য৷ ব্রহ্মার বরে বলীয়ান হয়ে মহিষাসুর প্রায় অজেয় হওয়ার সুযোগ পেয়েই মেতে উঠে দেবতা সংহার করে ত্রিভুবনেশ্বর হয়ে ওঠার খেলায়৷ তখনই সব দেবগণ একত্রিত হয়ে নিজ নিজ শক্তি দিয়ে জন্ম দিলেন মহামায়ার৷ এখানেও দশে মিলে কাজ করে দশভূজার জন্ম হল৷

tarun-sangha-1_web

Advertisement

কিন্তু বর্তমান পৃথিবীতে যেদিকেই তাকানো যায় না কেন, অসুরপ্রভাব দিন দিন ঘনীভূত হয়ে চলেছে৷ এর থেকে পরিত্রাণের একমাত্র পথ শুভবুদ্ধিসম্পন্ন বিশ্ববাসীকে এই সুন্দর পৃথিবী রক্ষার্থে সবরকম ভেদাভেদ ভুলে দশে মিলে গড়ে তুলতে হবে প্রতিবাদ৷ তবেই ফের অশুভশক্তির বিনাশ হয়ে জয় হবে শুভশক্তির৷ সমাজের অন্তর্নিহিত সেই অশুভকেই দশে মিলে বিনাশ করার প্রয়াস করছে দমদম পার্ক তরুণ সংঘ৷ ৩১ তম বর্ষে পা দিয়ে এবারের শারদোৎসবে তাদের নিবেদন- ‘দশে ১০’৷ থিমমেকার অমর সরকারের সৃজনে দশে মিলে শুভশক্তির সূচনায় মেতেছে তরুণ সংঘ৷

tarun-sangha-2_web

গত বছর এই অমর সরকারের সৃজনেই উৎস থেকে মোহনা, নর্মদা পরিক্রমায় মেতেছিল তরুণ সংঘ৷ এবার সমাজের অসুররূপী অশুভশক্তিকে বিনাশ করতে ভাবনা ও পরিকল্পনা করেছেন শিল্পী৷

tarun-sangha-3_web

এবার আসা যাক থিমের কথায়৷ মণ্ডপের ভিতরে প্রচুর অসুরের মাথা এবং তার মধ্যে বিরাজমান দেবী দুর্গা৷ অসুরদের মেরে দশভূজা অশুভ শক্তির বিনাশ করছে৷ সেইসঙ্গে দশভূজার দশ অস্ত্রের সমাহার গোটা মণ্ডপ জুড়ে৷ কোথাও আকাশ থেকে ঝুলছে ত্রিশূল, আবার কোথাও শোভা পাচ্ছে চক্র৷ মণ্ডপের গায়ে দেবতাদের দিব্যদৃষ্টি থেকে তেজ পুঞ্জীভূত হয়ে শক্তিতে বলীয়ান হয়ে উঠছেন মহামায়া৷ মণ্ডপের দেওয়ালে বর্ণিত চণ্ডীস্তোত্র৷ গোটা মণ্ডপটি বিশাল এক পদ্মফুলের আদলে তৈরি৷ মণ্ডপের ভিতরেও ধাতব পদ্মফুল রয়েছে৷ দেবাদিদেব মহাদেবের প্রতীক হিসাবে মণ্ডপে ঢোকার মুখে বিশাল ধুতরো ফুল তৈরি করা হয়েছে৷ মৃৎশিল্পী সনাতন পালের মাতৃপ্রতিমা ও সংগীতকার শৌনক চট্টোপাধ্যায়ের আবহ এই থিমকে এক অনন্য মাত্রা দিয়েছে৷ প্রতিমার অলঙ্করন করেছেন শিল্পী অমর সরকারের স্ত্রী টুলটুল সরকার৷ সমাজের অসুররূপী অশুভশক্তির বিনাস করতে তরুণ সংঘের ‘দশে ১০’ পুজোপ্রেমীদের মনে ধরে কি না সেটাই দেখার৷

ভিডিওয় দেখে নিন গোটা মণ্ডপের এক ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement