Advertisement
Advertisement

ফিলিগ্রী শিল্পে এবার সেজে উঠেছে দমদম পার্ক ভারতচক্রের পুজোপ্রাঙ্গণ

শিল্পী সঞ্জীব সাহার সৃজনে প্রাচীণ ফিলিগ্রী শিল্প পুনরুজ্জীবিত হবে ভারতচক্রের পুজোপ্রাঙ্গণে৷

Puja Preparation 2016: Dumdum Park Bharatchakra Club
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 3, 2016 8:25 pm
  • Updated:October 3, 2016 9:00 pm  

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন দমদম পার্কের ভারতচক্র ক্লাবের পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: বহু বছর আগে মিশরীয় সভ্যতায় এসেছিল ফিলিগ্রী শিল্পের ব্যবহার৷ সোনা ও রুপোর সরু তার দিয়ে গয়না বা কারুকার্য তৈরির শিল্পকেই বলা হয় ফিলিগ্রী৷ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা পেল এই ফিলিগ্রী৷ তারপর মিশর থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি, ফ্রান্স ঘুরে গ্রীস, সাইপ্রাস হয়ে এই শিল্প এসে পৌছল এশিয়া মহাদেশে৷ ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগর অঞ্চলে বর্তমানে এই ফিলিগ্রী শিল্পকে বাঁচিয়ে রেখেছে মুসলিম সম্প্রদায়ের শিল্পীরা৷ বাংলায় এই শিল্পের চল রয়েছে মগরাহাটে৷

Advertisement

bharatchakra-1_web

এবার এই ফিলিগ্রী শিল্পকে পুজোমণ্ডপে ফুটিয়ে তুলেছেন থিমশিল্পী সঞ্জীব সাহা৷ ষোড়শতম বর্ষে পা দিয়ে দমদম পার্কের ভারতচক্র ক্লাবের থিম ফিলিগ্রী৷ শিল্পী সঞ্জীব সাহার সৃজনে প্রাচীন ফিলিগ্রী শিল্প পুনরুজ্জীবিত হবে ভারতচক্রের পুজোপ্রাঙ্গণে৷

bharatchakra-2_web

গত বছর থিমমেকার শিবশংকর দাসের সৃজনে রামধনুর সাত রঙে পুজোর শহরকে রাঙিয়েছিল ভারতচক্র৷ এবার প্রায় অজানা ও প্রাচীন শিল্প দিয়ে পুজোপ্রেমীদের মন জয় করতে চাইছে তারা৷ ফিলিগ্রী শিল্পে মূলত সোনা ও রূপোর ব্যবহার হয়৷ কিন্তু এখানে তামার সরু তারের উপর ফিলিগ্রী শিল্পকে ফুটিয়ে তুলেছেন শিল্পী৷ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়েছেন মৃৎশিল্পী পরিমল পাল৷

bharatchakra-3_web

গোটা মণ্ডপের যেদিকেই চোখ যাবে সেদিকেই রয়েছে ফিলিগ্রীর কাজ৷ সুক্ষ তামার তারের উপর কারুকার্য করা দেওয়াল, ঝাড়বাতি, সিলিং, সবেতেই ফিলিগ্রীর কাজ৷ রয়েছে আরও অনেক চমক৷ তা জানতে হলে ঢুঁ মারতেই হবে ভারতচক্রের পুজোমণ্ডপে৷ আর চাক্ষুষ হবে প্রাচীন এক শিল্পকলা৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement