Advertisement
Advertisement

Breaking News

গুলশান কাণ্ডে গ্রেফতার বাংলাদেশি অধ্যাপক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মাসুদুর রহমান জানান, হোলি আর্টিসন বেকারিতে যে পাঁচ জঙ্গি হামলা চালিয়েছিল, তাদেরকে একটি ফ্ল্যাট ভাড়ায় দিয়েছিলেন গিয়াস উদ্দিন৷ শনিবার তাঁকে গ্রেফতার করা হয়৷

Professor, 2 others arrested over links to Dhaka terror attack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 1:46 pm
  • Updated:July 17, 2016 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলশান হামলায় জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হল বাংলাদেশের নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য গিয়াসউদ্দিন এহসানকে৷ একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মাসুদুর রহমান জানান, হোলি আর্টিসন বেকারিতে যে পাঁচ জঙ্গি হামলা চালিয়েছিল, তাদেরকে একটি ফ্ল্যাট ভাড়ায় দিয়েছিলেন গিয়াসউদ্দিন৷ শনিবার তাঁকে গ্রেফতার করা হয়৷ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জীবন বিজ্ঞানের ডিন গিয়াসউদ্দিন ছিলেন ওই বাড়ির মালিক৷ তাঁর পাশাপাশি বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা আলম চৌধুরি ও মেহবুবুর রহমান তুহিনকেও গ্রেফতার করা হয়েছে৷ তাঁরা এহসানের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, হামলার পরই বসুন্ধরা আবাসিক এলাকার ওই ফ্ল্যাটটি থেকে পালিয়ে যায় জঙ্গিরা৷ তবে সেখান থেকে জঙ্গিদের জামাকাপড়-সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে৷ বালি ভর্তি যে কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল, তাও উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ গুলশানের হোলি আর্টিসন বেকারিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা৷ হামলায় এক ভারতীয় ও দুই পুলিশ কর্মী-সহ ২০ জনের মৃত্যু হয়৷ পাঁচ জঙ্গিকে নিকেশ করে সেনা৷ পরে ঘটনার দায় স্বীকার করে আইএস৷ তবে তা নাকচ করে দেয় বাংলাদেশ সরকার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement