সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলশান হামলায় জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হল বাংলাদেশের নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য গিয়াসউদ্দিন এহসানকে৷ একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে৷
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মাসুদুর রহমান জানান, হোলি আর্টিসন বেকারিতে যে পাঁচ জঙ্গি হামলা চালিয়েছিল, তাদেরকে একটি ফ্ল্যাট ভাড়ায় দিয়েছিলেন গিয়াসউদ্দিন৷ শনিবার তাঁকে গ্রেফতার করা হয়৷ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জীবন বিজ্ঞানের ডিন গিয়াসউদ্দিন ছিলেন ওই বাড়ির মালিক৷ তাঁর পাশাপাশি বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা আলম চৌধুরি ও মেহবুবুর রহমান তুহিনকেও গ্রেফতার করা হয়েছে৷ তাঁরা এহসানের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, হামলার পরই বসুন্ধরা আবাসিক এলাকার ওই ফ্ল্যাটটি থেকে পালিয়ে যায় জঙ্গিরা৷ তবে সেখান থেকে জঙ্গিদের জামাকাপড়-সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে৷ বালি ভর্তি যে কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল, তাও উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ গুলশানের হোলি আর্টিসন বেকারিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা৷ হামলায় এক ভারতীয় ও দুই পুলিশ কর্মী-সহ ২০ জনের মৃত্যু হয়৷ পাঁচ জঙ্গিকে নিকেশ করে সেনা৷ পরে ঘটনার দায় স্বীকার করে আইএস৷ তবে তা নাকচ করে দেয় বাংলাদেশ সরকার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.