অর্ণব আইচ ও সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: কলকাতা হয়েই যাতায়াত করত আইএস জঙ্গি মুসা৷ একাধিকবার সে আশ্রয় নিয়েছিল কলকাতায়৷ এই শহরে আইএস-এর কোনও স্লিপার সেল তৈরি হয়েছে কি না, সেই বিষয়ে খোঁজখবর নিতে শুরু করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স৷ মুসাকে ভবানী ভবনে গিয়ে জেরা করবেন এসটিএফ আধিকারিকরা৷ ইতিমধ্যেই এসটিএফ মুসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন৷
ইতিমধ্যেই হায়দরাবাদে ধৃত পাঁচ আইএস জঙ্গিকে জেরা শুরু করেছেন এসটিএফ আধিকারিকরা৷ ওই জঙ্গিদের সঙ্গে মুসার পরিচয় রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের৷ সেই সূত্র ধরে হায়দরাবাদের ওই জঙ্গিরাও কোনও সময়ে কলকাতায় এসে গা ঢাকা দিয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা৷
লস্কর-ই-তৈবা থেকে শুরু করে হুজি, জৈশ-ই-মহম্মদ, আল বদর, ইন্ডিয়ান মুজাহিদিন৷ কলকাতায় বিভিন্ন সংগঠনের জঙ্গিরা এসে আশ্রয় নিয়েছে৷ শহরে স্লিপার সেলও তৈরি করেছে বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা৷ দু’বছর আগে গোয়েন্দারা জানতে পারেন যে, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র জঙ্গিরাও বিস্ফোরক তৈরির কাঁচামাল কেনা থেকে শুরু করে কলকাতা ও তার উপকণ্ঠে আশ্রয়ও নিয়েছে৷ এবার মুসা ধরা পড়ার পর আইএস জঙ্গিদের কলকাতা যোগের বিষয়টি ভাল করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা৷
প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, কলকাতায় যাতায়াত ছিল আইএস জঙ্গি মুসার৷ কলকাতায় তার একাধিক আশ্রয় নেওয়ার জায়গা রয়েছে বলে জেনেছেন গোয়েন্দারা৷ এবার সেই জায়গাগুলির সন্ধানই চালাচ্ছেন তাঁরা৷ গোয়েন্দারা জানিয়েছেন, মুসার কয়েকজন পরিচিত ব্যক্তি রয়েছে শহরে৷ তাদের মধ্যে অন্তত দু’জন বন্দর এলাকার বাসিন্দা৷ তাদের কাছে মুসার যাতায়াত ছিল৷ কিন্তু গোয়েন্দারা জানার চেষ্টা করছেন, ওই ব্যক্তিরা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত না কি শুধু পরিচিত বলেই মুসাকে আশ্রয় দিত৷ তাদের মধ্যে কারও কাছ থেকেই ওই যুবক অস্ত্রগুলি জোগাড় করেছিল কি না, তা-ও গোয়েন্দারা জানার চেষ্টা চালাচ্ছেন৷ যদি মুসার পরিচিতদের সঙ্গে আইএস-এর কোনও যোগ মেলে, তবেই গোয়েন্দারা নিশ্চিত হবেন যে, কলকাতায় আগেই স্লিপার সেল তৈরি করেছিল আইএস৷ কারণ, মুসা ছাড়াও আইএস অথবা ওই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের ভারতীয় সংস্করণ জুনুদ-ই-খলিফা-এ-হিন্দ-এর সদস্যরা এই শহরে এসে আশ্রয় নিচ্ছে কি না, সেই সম্পর্কে এসটিএফ আধিকারিকরা নিশ্চিত হতে চান৷ ধৃত আইএস জঙ্গিকে জেরার ভিত্তিতে শহরের বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.