Advertisement
Advertisement

ইউরোর ফাইনালে রোনাল্ডোকে ছাপিয়ে যাওয়ার লড়াই গ্রিজম্যানের

বুধবার ইউরোর প্রথম সেমিফাইনালে ওয়েলসের বিরুদ্ধে হেড করে গোল করার সময় রোনাল্ডোর ‘হ্যাং টাইম’ দেখে বিস্মিত সবাই৷

Portugal vs France in Euro 2016 final
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 3:27 pm
  • Updated:July 8, 2016 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের ফাইনালে জিতবে কে? কোটি টাকার প্রশ্নে এখন ফুটবল বিশ্ব আন্দোলিত৷ আক্ষরিক অর্থে ফ্রান্স বনাম পর্তুগালের ম্যাচ হলেও, প্রকারান্তরে সকলেই বলতে শুরু করেছেন ম্যাচটা কিন্তু হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম আঁতোয়াঁ গ্রিজম্যানের৷ দুই সেমিফাইনালে দুই দেশের তারকা যা ভেলকি দেখালেন, তাতে আগেভাগেই জমে গেল ফাইনাল৷ সিআর সেভেন না কি এজি সেভেন৷ ফুটবল বিশেষজ্ঞরা কাকে এগিয়ে রাখছেন? অন্যজনকে খানিকটা পিছিয়ে রাখার কারণই বা কী? তাহলে একটু ইউরো ২০১৬-র দুই সেমিফাইনাল ফিরে দেখা যাক৷

বুধবার ইউরোর প্রথম সেমিফাইনালে ওয়েলসের বিরুদ্ধে হেড করে গোল করার সময় রোনাল্ডোর ‘হ্যাং টাইম’ দেখে বিস্মিত সবাই৷ বাস্কেটবল খেলায় শূন্যে লাফানোর পর সর্বোচ্চ বিন্দুতে যতক্ষণ সময় একজন স্থির থাকতে পারেন তাকে বলে ‘হ্যাং টাইম’৷ সেটাই রোনাল্ডো করলেন প্রায় এক সেকেন্ড-এরও কম সময়ে (০.৭ সেকেন্ড)৷ সত্যিই অবিশ্বাস্য৷ তবে কি এটাকে সর্বকালের সেরা হেডার বলা হবে? প্রশ্ন তুলেছে দুনিয়ার তাবড় মিডিয়া৷

Advertisement

২০০৮-এ ম্যাঞ্চেস্টারে খেলার সময় চেলসি এবং রোমার বিরুদ্ধে, কিংবা ২০১৩-তে রিয়ালের হয়ে ম্যান ইউ বা বার্সেলোনার বিরু‌দ্ধে এমন রকেট হেড নিয়ে প্রচুর আলোচনা হয়েছে৷ অবিশ্বাস্য স্পট জাম্পের কারণে গোটা রক্ষণ টপকে হেডে প্রচুর গোল করেছেন রোনাল্ডো৷ কিন্তু, শূন্যে ওই প্রায় এক সেকেন্ড সময় ভেসে থাকার ক্ষমতাই বিস্মিত করেছে সবাইকে৷ ওয়েলসের গ্যারেথ বেলও পরে আইটিভিতে বলছিলেন, “এভাবে গোল করাটা ওর স্বাভাবিক ক্ষমতা৷ আটকানো সম্ভব নয়৷” রোনাল্ডোও স্বপ্ন দেখতে শুরু করেছেন৷ দলকে ইউরো চ্যাম্পিয়ন করে নিজেকে ফুটবলের সিংহাসনে বসাতে চান তিনি৷ আসলে ইউরো চ্যাম্পিয়ন করতে পারলে তাঁর নামের পাশে ফুটে উঠবে শ্রেষ্ঠত্বের ছাপ৷ সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকেও পিছনে ঠেলে দিতে পারবেন৷

এদিকে, এবারের ইউরোতে ছ’টা গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন গ্রিজম্যান৷ সেই তুলনায় রোনাল্ডো অনেকটাই পিছিয়ে (৩ গোল)৷ তাই বিশ্ব ফুটবলে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে গ্রিজম্যান বনাম রোনাল্ডোর লড়াই ঘিরে জোর বিতর্ক৷ বহু ফুটবল বিশেষজ্ঞ মনে করছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রতিশোধ নিতে রোনাল্ডোর বিরুদ্ধে জ্বলে উঠবেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড৷

সবদিক বিবেচনা করে রবিবারের ফাইনালে মোটামুটি সকলেই এগিয়ে রাখছেন ফ্রান্সকেই৷ আপাতত বাজির দরে ফ্রান্স অনেকটাই এগিয়ে আছে৷ ফ্রান্সের যেখানে যাচ্ছে ১৯/২০৷ সেখানে পর্তুগালের দর যাচ্ছে ৭/২৷ আসলে পর্তুগালের একমাত্র রোনাল্ডো ছাড়া আর তেমন কেউ নেই৷ ফলে পর্তুগালকে নিয়ে কেউ তেমন বাজি ধরতে নারাজ৷ সেই তুলনায় ফ্রান্স অনেক এগিয়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement