সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ-জনতার খণ্ডযুদ্ধের সাক্ষী থাকল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং৷ শনিবার সকালে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পার্ক সার্কাস চত্বর৷ মৃত মহিলা তিলজলার বাসিন্দা৷ মহিলার মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তি না হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই মূলত উত্তেজনা ছড়ায় পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে৷ এদিন সকালে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা৷ পাশাপাশি, রাস্তা অবরোধ করে দেওয়া হয়৷ পুলিশ বাধা দিতে আসলে তাঁদের সামনেই পোড়ানো হয় কুশপুতুল৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত হন এক পুলিশ কর্মী৷
গোটা ঘটনার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল৷ ২৫ জন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করেছে৷
সূত্রের খবর, তিলজলায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত৷ গৃহবধূর হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করা হলেও অন্যান্য অভিযুক্তরা অধরাই ঘুরে বেড়াচ্ছে, এই অভিযোগেই মূলত রাস্তা অবরোধ করে এলাকার বাসিন্দারা৷
যদিও পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে৷ বর্তমানে শহরের অন্যতম ব্যস্ত এলাকায় খুব ধীরে যানবহন চলাচল করছে বলে জানা গিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.