Advertisement
Advertisement

Breaking News

জাতীয় সঙ্গীত ভুল গেয়ে বিপাকে সানি

এফআইআর দায়ের বলিউড নায়িকার বিরুদ্ধে৷

Police Complaint Filed Against Sunny Leone For Allegedly Singing The National Anthem Incorrectly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2016 9:19 pm
  • Updated:July 23, 2016 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রো-কবাডি লিগে জাতীয় সঙ্গীত গেয়ে বেশ উৎফুল্ল ছিলেন৷ ঘটা করে টুইটারে ছবিও পোস্ট করেছিলেন৷ কিন্তু, খুশি বেশিক্ষণ স্থায়ী হল না সানি লিওনের৷ ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে মামলা দায়ের করা হল বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে৷ অভিযোগকারীর নাম উল্লাস পিআর৷

পেশায় চল্লচিত্র নির্মাতা উল্লাস কয়েকদিন আগেও খবরের শিরোনামে এসেছিলেন একই অভিযোগের সৌজন্যে৷ সেই সময় তাঁর নিশানায় ছিলেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন৷ উল্লাসের অভিযোগ ছিল, টি-২০ ওয়ার্ল্ড কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সময় জাতীয় সঙ্গীত গাইতে বেশি সময় নেন বিগ বি এবং ‘সিন্ধ’ শব্দটিকে ‘সিন্ধু’ উচ্চারণ করেন তিনি৷

Advertisement

এই ‘সিন্ধ’-এর ভুল উচ্চারণ নিয়েই ফের সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি৷ সেই সঙ্গে উল্লাসের অভিযোগ প্রো কবাডি লিগের আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দুই জন ক্যামেরাম্যান ছবি তোলার জন্য যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিলেন৷ সানির তরফে অবশ্য এখনও এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Cn9yZu4WEAAnyox

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement