Advertisement
Advertisement

Breaking News

Jalpaiguri

ময়নাগুড়িতে পুলিশের গাড়ি ভাঙচুর, বিক্ষোভকারীদের হটাতে লাঠি, কাঁদানে গ্যাস

দীর্ঘ সময় এশিয়ান হাইওয়ে অবরোধ করে রাখা হয়। তার জেরে আটকে থাকে প্রচুর গাড়ি। হামলাকারীদের খুঁজছে পুলিশ।

police car vandalized in Mainaguri, tear gas to disperse the protesters

খণ্ডযুদ্ধের পর পুলিশের গাড়ি।

Published by: Suhrid Das
  • Posted:December 18, 2024 5:42 pm
  • Updated:December 18, 2024 5:42 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে রাস্তা অবরোধ জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সেই অবরোধ তুলতে গিয়েই জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। পুলিশের গাড়ি ভাঙচুর। বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাসও ছুঁড়তে হল।

বুধবার বেলা থেকে চরম উত্তেজনা দেখা গেল ময়নাগুড়ির এশিয়ান হাইওয়ে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই এলাকায় একটি শ্লীলতাহানির অভিযোগ শোনা যায়। তাই নিয়ে রাতেই চাপা উত্তেজনা ছড়ায়। বুধবার সকালের পর থেকে ওই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় দুই পক্ষের মধ্যে। বেলা ১২টার পর থেকে শুরু হয় এশিয়ান হাইওয়ে অবরোধ।

Advertisement

অবরোধ তুলতে ময়নাগুড়ির থানার পুলিশ ঘটনাস্থলে যায়। শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা, ধাক্কাধাক্কি। ক্রমে উত্তেজনা চরম আকার নেয়। সম্পূর্ণ ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের উপর। শুরু হয় পুলিশের গাড়ি ভাঙচুর। গাড়ি উল্টেও দেওয়া হয়। ওই পরিস্থিতিতে পুলিশ পিছু হটে। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের হটাতে শুরু হয় লাঠিচার্জ। মুহুমুর্হু কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়। একসময় বিক্ষোভকারীরা পিছু হটে যায়। তবে উত্তেজনা ওই এলাকায় যথেষ্ট পরিমাণেই থাকে। এশিয়ান হাইওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। ওই ঘটনায় ঘন্টার পর ঘণ্টা অবরুদ্ধ থাকে রাস্তা। ফলে বহু গাড়ি আটকে থাকে।

পুলিশের দাবি, ওই এলাকায় কোনও শ্লীলতাহানির ঘটনা ঘটেনি। গুজব ছড়ানো হইয়েছে। আর তাঁর থেকেই এত বড় ঘটনা। যারা পুলিশের উপর হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে। সেই কথা জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খন্ডওয়ালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement