Advertisement
Advertisement

চোলাই বিক্রেতাকে ধরতে গিয়ে মার খেল পুলিশই!

পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্র তমলুক৷

Police allegedly assaulted by mob while arresting brew seller
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 4:12 pm
  • Updated:August 24, 2016 4:12 pm  

স্টাফ রিপোর্টার, তমলুক: চোলাই মদ বিক্রেতাকে ধরতে গিয়ে পুলিশ-জনতায় রণক্ষেত্র কাণ্ড তমলুকের রামতারকহাটে৷ পুলিশকে একটি ঘরে ঢুকিয়ে মারধর করার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে৷ পরে থানা থেকে আসা বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই পুলিশকর্মীদের উদ্ধার করে৷

ঘটনাস্থল থেকে অভিযুক্ত চোলাই মদ বিক্রেতা-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত চোলাই মদ বিক্রেতার নাম অসিত বেরা৷ তমলুক থানার পুলিশের তরফে জানানো হয়েছে, রামতারকহাট বাস স্টপ লাগোয়া পুলের ধারে দীর্ঘদিন ধরে চোলাই মদ বিক্রি করছিল ধৃত অসিত৷ চোলাই মদের পাশাপাশি সে বিদেশি মদও বিক্রি করে সে৷

Advertisement

মঙ্গলবার গভীর রাতে তমলুক থানার সাব ইন্সপেক্টর সত্যজিৎ চানক্যের নেতৃত্বে পাঁচ পুলিশকর্মীর একটি দল অসিতকে ধরতে আসে৷ পুলিশকে দেখে খালের জলে ঝাঁপ দেয় অভিযুক্ত৷ পুলিশ কর্মীরা তখন তাকে লক্ষ্য করে ইট ছোড়ে৷ পুলিশকে ইট ছুড়তে দেখে স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে পুলিশকর্মীদেরই পেটাতে শুরু করে৷ পরে থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে আটক থাকা ওই পুলিশ কর্মীদের উদ্ধার করে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement