Advertisement
Advertisement

Breaking News

বাবুলের বিয়েতে চাঁদের হাট

দেবশ্রী সিনহা: লাল বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসলেন পাঞ্জাবি কন্যা৷ আর তাঁর পাশে বাবুল বসলেন সাদা ধবধবে পাঞ্জাবি পরে৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মা সন্ধে বেলাতেই জানিয়ে দিয়েছিলেন, বিয়েটা হবে এক্কেবারে বাঙালি মতেই৷  রাত একটায় লগ্ন৷ তার আগে অবশ্য জমকালো লেহঙ্গায় সেজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ নিয়েছেন নববধূ রচনা শর্মা৷আরও পড়ুন:করা যাবে না কড়া পদক্ষেপ! অর্জুন […]

PM, Rajnath Singh Attends marriage-ceremony-babul-supriyo
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 9:52 am
  • Updated:May 20, 2023 1:55 pm  

দেবশ্রী সিনহা: লাল বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসলেন পাঞ্জাবি কন্যা৷ আর তাঁর পাশে বাবুল বসলেন সাদা ধবধবে পাঞ্জাবি পরে৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মা সন্ধে বেলাতেই জানিয়ে দিয়েছিলেন, বিয়েটা হবে এক্কেবারে বাঙালি মতেই৷  রাত একটায় লগ্ন৷ তার আগে অবশ্য জমকালো লেহঙ্গায় সেজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ নিয়েছেন নববধূ রচনা শর্মা৷

babul-modi2_1470799054

Advertisement

রচনা পরেছিলেন গাঢ় গোলাপি এবং ঘন নীল রঙে মেশানো লেহঙ্গা ও চোলি৷ ছিল কুন্দন সেটের জুয়েলারি৷ পাশে বাবুল দাঁড়িয়েছিলেন ছাই-সাদা রঙের শেরওয়ানি ও গাঢ় বাদামি রঙের চোস্তা পরে৷ রাতে ছিল বিয়ের লগ্ন৷ তাই রিসেপশন পার্টির আয়োজন ছিল সন্ধে বেলায়৷

babul-rajnath_1470799168

নিভু নিভু আলো আর ফুলের সাজে সেজে উঠেছিল দিল্লির পাঁচতারা অশোকা হোটেলের কনভেনশন হল৷ রাত আটটা নাগাদ হঠাৎই ঝলমলিয়ে উঠল চারপাশ৷ হবু স্ত্রী রচনাকে নিয়ে তখনই মঞ্চে উঠলেন বাবুল সুপ্রিয়৷ একে একে মঞ্চে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, লালকৃষ্ণ আদবানি, মনোহর পারিক্কর, রবিশঙ্কর প্রসাদ সহ বিজেপির শীর্ষ নেতারা৷

babul-shah_1470795884

বাবুলকে আশীর্বাদ করে তাঁরা মঞ্চ থেকে নামতেই হাজির হলেন বাংলার তৃণমূলের নেতা-নেত্রীরাও৷ সৌগত রায়, শতাব্দী রায়, ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল বাবুলের হাত ধরে অভিনন্দন জানাতে৷ ছিলেন বাংলা বিজেপির রাহুল সিংহ, লকেট চট্টোপাধ্যায়, রুপা গঙ্গোপাধ্যায়, রীতেশ তেওয়ারি, শমীক ভট্টাচার্য৷ অভিনন্দন জানাতে এসেছিলেন কংগ্রেসের মৌসম বেনজির নূর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

babul-rudy-giriraj_147079

বলিউডের তরফে দেখা গেল অনু মালিক, অভিজিৎ, শানকে৷ এদিকে বাবুলের বিয়ের আসরে সাহারাশ্রী সুব্রত রায়কে দেখে বেশ হইচই পড়ে যায় আমন্ত্রিতদের মধ্যে৷ বিয়ের আগে মঞ্চে উঠে গান গেয়েছেন অভিজিৎ, শান ও মনোজ তেওয়ারি৷ আসানসোলের সাংসদের বিয়ের মেনুতে মূলত গুরুত্ব পেয়েছে দেশেরই নানা পদ৷ পালক কোফতা, পনির রেহানা, মাটন বিরিয়ানি, চিকেন, মাছের পদ ছাড়াও আমিষ ও নিরামিষ নানারকমের সুস্বাদু খাবারদাবার৷ তবে চাইনিজকে একেবারে বাদ দেওয়া হয়নি৷ ন্যুডলসের নানারকমের পাশাপাশি মেনুতে ছিল থাই ভেজ কারিও৷ ছিল চাট, স্যালাড, আইসক্রিম, জিলিপি, কুলফি৷

babul-anurag_1470795868

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement