সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে গুজরাটকে তিনি প্রায় নিজের হাতে উন্নত রাজ্য করে তুলেছেন, সেখানেই দলিতদের উপর বীভৎস আক্রমণের ঘটনায় ক্ষুব্ধ নরেন্দ্র মোদি৷ সংসদের বাদল অধিবেশনে ঘটনার তীব্র নিন্দা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্বিগ্ন প্রধানমন্ত্রী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন৷
উনায় চার দলিত যুবককে গরু হত্যার অভিযোগে পিছমোড়া করে বেঁধে গণপ্রহার করা হয়৷ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গুজরাট৷ ১২ জন দলিত যুবক আত্মহত্যার চেষ্টা করেন৷ আগুন লাগিয়ে দেওয়া হয় বাসে৷ বিক্ষুব্ধ জনতার ইট ছোড়ায় প্রাণ হারান এক পুলিশকর্মীও৷ শুধু গুজরাটই নয়, সেই সঙ্গে সারা দেশও দলিতদের উপর এই আক্রমণের তীব্র নিন্দা জানায়৷ এই ইস্যুকে কেন্দ্র করেই বিরোধীদের আক্রমণে কার্যত অচল হয়ে পড়ে সংসদ৷ কংগ্রেস, বিএসপি-সহ বিরোধীদের সম্মিলিত আক্রমণে থমকে যায় সংসদের কাজ৷ দলিতদের উপর আক্রমণের ক্ষেত্রে কেন্দ্র কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে না বলেই অভিযোগ বিরোধীদের৷ দলিতদের উপর আক্রমণের নিন্দায় সরব হয় তৃণমূলও৷ এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, উনার ঘটনা দলিতদের উপর সংগঠিত অপরাধ৷ এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না বলে জানিয়ে কেন্দ্রর কাছে তাঁর আর্জি, দলিতদের যেন পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷
Incident in Una is organised crime against Dalits. I urge Central Govt to treat Dalits with care & give full protection.This is unacceptable
— Mamata Banerjee (@MamataOfficial) July 20, 2016
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও এই ঘটনার প্রতিবাদে সরব হন৷ উনার ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতারই নমুনা হিসেবে তুলে ধরে তিনি জানান, সামাজিক অপরাধ কোন পর্যায়ে পৌঁছেছে, এ ঘটনাই তার প্রমাণ৷ পরিস্থিতি সামাল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “গুজরাটের দলিত হোক কিংবা অন্য যে কোন রাজ্যের অধিবাসী, যে কোনও আক্রমণ প্রতিহত করতে সচেষ্ট হবে কেন্দ্র৷ এই ধরনের ঘটনা প্রতিরোধে একটা স্থায়ী সামাধান খুঁজে পেতে হবে৷ আর তার জন্য আমাদের দৃষ্টিভঙ্গী ও মানসিকতার পরিবর্তন আনা একান্ত জরুরি৷” আগামীকাল উনা পরিদর্শনে যাচ্ছেন রাহুল গান্ধী, শুক্রবার ঘটনাস্থলে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.