Advertisement
Advertisement

ডানা কাটছে পাখিদের, সুতোর মাঞ্জায় নিষেধাজ্ঞা চাইল পেটা

মাঞ্জার উপর নিষেধাজ্ঞা চেয়ে সরকারের কাছে দরবার করল পেটা৷

 PETA demands ban on kite string
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 5:44 pm
  • Updated:August 10, 2016 6:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিশ্বকর্মা পুজো, স্বাধীনতা দিবসের উদযাপন৷ আর সেই উপলক্ষে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ বহুদিনের৷ তার প্রস্তুতিতেই সুতোতে মাঞ্জা দেওয়ারও তোড়জোর শুরু হয়েছে৷ সেই টানটান সুতোতেই উড়তে গিয়ে ডানা কাটছে পায়রা জাতীয় পাখিদের৷ তাই মাঞ্জার উপর নিষেধাজ্ঞা চেয়ে সরকারের কাছে দরবার করল পেটা৷

শান দেওয়া মাঞ্জায় ঘুড়ির কাটাকুটি খেলা যতই জমুক না কেন, তাতেই ডানা কাটছে পাখিদের৷ মাঞ্জা দেওয়ার জন্য সুতোকে টানাটান করে বেঁধে রাখা হয়৷ নীচু জায়গায় যে পাখিদের ওড়াওড়ি তারা এর ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ বিশেষত পায়রাদের৷ কেননা মানুষের বাসস্থানের পাশেই এদের বাস৷ নিচুতে উড়তে গিয়ে ধারালো সুতোয় আঘাত পেয়ে ডানায় গভীর ক্ষত তৈরি হচ্ছে তাদের৷ কারও কারও বা ডানা কেটে বাদ পড়ছে৷ পায়রা সহ বিপন্নপ্রায় বহু পাখি মারা পড়ছে এই ঘুড়ির সুতোর মাঞ্জার কারণে৷

Advertisement

শুধু পাখিরাই নয়, শান দেওয়া মাঞ্জা প্রাণ নিয়েছে মানুষেরও৷ এ বছরই গাজিয়াবাদে এক বাইকআরোহীর প্রাণ গিয়েছে এইভাবে৷ একই পরিস্থিতি হয়েছিল ২০১৫ সালে পূর্ব দিল্লিতেও৷ এছাড়া মাঞ্জাতে ব্যবহার করা হয় সীসা-সহ বিভিন্ন ধাতু৷ যা পরিবেশের পক্ষেও ক্ষতিকর বটে৷ আর তাই মাঞ্জার উপর নিষেধাজ্ঞা চাইল পেটা৷ পেটা ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে ঘুড়ি ওড়ানো নিশ্চয়ই উপভোগ্য৷ কিন্তু তা যেন সবার জন্য হয়৷ পাখিদের কথা ও পরিবেশের কথা ভেবে মাঞ্জা ব্যবহারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানাল সংস্থাটি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement