Advertisement
Advertisement

সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক মমতার

'বাংলাদেশের গুলশানের ঘটনা দুঃখজনক৷ এর জন্য বাংলাদেশকে দায়ী না করে নিজেদের দায়িত্ব পালন করতে হবে৷ এর পিছনে রাজনীতি না খুঁজে সন্ত্রাস রুখতে একজোট হতে হবে৷'

People need to stand together to fight terror
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 4:59 pm
  • Updated:August 20, 2020 9:40 pm  

স্টাফ রিপোর্টার: ‘বাংলাদেশের গুলশানের ঘটনা দুঃখজনক৷ এর জন্য বাংলাদেশকে দায়ী না করে নিজেদের দায়িত্ব পালন করতে হবে৷ এর পিছনে রাজনীতি না খুঁজে সন্ত্রাস রুখতে একজোট হতে হবে৷’ সোমবার বিধানসভায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার ডাক দিলেন মমতা৷
পাশাপাশি, গত পাঁচ বছরে রাজ্যের আইনশৃঙ্খলা যে বাম জমানার চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে এবং বাংলায় শান্তি রয়েছে তা তথ্য দিয়ে বিধানসভায় প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ গত পাঁচ বছরে ১৪ শতাংশ কমেছে৷ কেন্দ্র টাকা না দিলেও রাজ্য মহিলা থানা ও পুলিশের পরিকাঠামো বাড়িয়েছে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সোমবার স্বরাষ্ট্র দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গত পাঁচ বছরে রাজ্যে নন্দীগ্রাম, নেতাই ও সাঁইবাড়ির মতো একটা ঘটনাও হতে দিইনি৷ রাষ্ট্রের মদতে সন্ত্রাস রাজ্যবাসীকে আমাদের সরকারের সময়ে দেখতে হয়নি৷ মহিলা ঘটিত অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে৷ ২০০৬ থেকে ২০১১ সালের মার্চ মাস পর্যন্ত মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা হয়েছিল ১০,৭৪৭টি৷ কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর ২০১১ সালের জুন মাস থেকে শুরু করে ২০১৫ সালের শেষ পর্যন্ত এই ঘটনা হয়েছে মাত্র ৮,৭৫৯টি৷ কেন্দ্রীয় সরকার পুলিশের পরিকাঠামো উন্নয়নে টাকা দিচ্ছে না৷ তা সত্ত্বেও আমরা নিজেদের তহবিল থেকে প্রচুর মহিলা থানা করেছি৷ নতুন কমিশনারেট গড়েছি৷ পুলিশের অনেক উন্নতি করা হয়েছে৷” এদিন বাজেট বিতর্কে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আক্রমণ করেছিলেন৷ কিন্তু জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারের পাশে দাঁড়িয়ে বলেন, “রাজীব খুব ভাল অফিসার৷ চিট ফান্ড তদন্তে যথেষ্ট সাফল্য দেখিয়েছিল৷ ওঁর জন্যই পাঁচ লক্ষ গরিব মানুষ টাকা ফেরত পেয়েছিলেন৷” রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে এদিন আবারও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বলেছেন, “প্রতিটি ঘটনায় শুধুমাত্র রাজনীতি করলে হবে না৷ প্রত্যেককে তাঁর দায়িত্ব নিতে হবে৷ বিষয়টি আমরা আমাদের দলে শুরু করেছি৷ অন্যদেরও করা উচিত৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement