Advertisement
Advertisement

পেট্রোল পেতে মিলছে ভাড়ার হেলমেট

কোথাও পেট্রোল পাম্পের বাইরে বেঞ্চ পেতে হেলমেটের পসরা নিয়ে বসছে, আবার কোথাও পাম্পের পাশের দোকান থেকে তিন থেকে পাঁচ টাকায় ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলমেট৷

People are taking helmet for rent for getting petrol
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 3:33 pm
  • Updated:July 18, 2016 4:01 pm  

ব্রতদীপ ভট্টাচার্য: নিয়ম যেমন আছে নিয়মের ফাঁকও আছে৷ সেই ফাঁক ধরেই উত্তর ২৪ পরগনার কিছু পেট্রোল পাম্পের সামনে পেট্রোল নেওয়ার জন্য পাম্পের বাইরেই মাত্র তিন টাকা বা পাঁচ টাকার বিনিময়ে ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলমেট৷ তাই নিজেদের হেলমেট না থাকলেও পাম্পের বাইরে থেকে হেলমেট ভাড়া নিয়ে সহজেই পেট্রোল পেয়ে যাচ্ছেন বাইক আরোহীরা৷ জেলা পুলিশ নির্দেশিকা জারির পর থেকে জেলার সমস্ত পাম্পেই ‘নো হেলমেট নো পেট্রোল’ নিয়ম চালু হয়েছে৷

পুলিশের দাবি, যথাযথভাবে নিয়ম পালন করছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ৷ বাস্তবেও তাই হচ্ছে৷ কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন জায়গায় পাম্পের বাইরে শুরু হয়েছে হেলমেট ভাড়া দেওয়ার চক্র৷ যশোহর রোড ও টাকি রোড সংলগ্ন বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলমেট৷ কোথাও পেট্রোল পাম্পের বাইরে বেঞ্চ পেতে হেলমেটের পসরা নিয়ে বসছে, আবার কোথাও পাম্পের পাশের দোকান থেকে তিন থেকে পাঁচ টাকায় ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলমেট৷ বিষয়টি যে একেবারে পাম্প কর্মীদের অগোচরে হচ্ছে, তা-ও নয়৷ তবে প্রতিবাদ করার সাহস দেখাচ্ছেন না কেউ৷ পাম্প কর্মীদের বক্তব্য, পুলিশ বিনা হেলমেটে পেট্রোল দিতে নিষেধ করেছে, সে নিয়ম পালন করা হচ্ছে৷ এ বিষয়ে জানলেও কিছু করার নেই৷ কারণ স্থানীয় যুবকরা এই কাজ করছেন, তাঁদের বাধা দিতে গেলে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement