ব্রতদীপ ভট্টাচার্য: নিয়ম যেমন আছে নিয়মের ফাঁকও আছে৷ সেই ফাঁক ধরেই উত্তর ২৪ পরগনার কিছু পেট্রোল পাম্পের সামনে পেট্রোল নেওয়ার জন্য পাম্পের বাইরেই মাত্র তিন টাকা বা পাঁচ টাকার বিনিময়ে ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলমেট৷ তাই নিজেদের হেলমেট না থাকলেও পাম্পের বাইরে থেকে হেলমেট ভাড়া নিয়ে সহজেই পেট্রোল পেয়ে যাচ্ছেন বাইক আরোহীরা৷ জেলা পুলিশ নির্দেশিকা জারির পর থেকে জেলার সমস্ত পাম্পেই ‘নো হেলমেট নো পেট্রোল’ নিয়ম চালু হয়েছে৷
পুলিশের দাবি, যথাযথভাবে নিয়ম পালন করছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ৷ বাস্তবেও তাই হচ্ছে৷ কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন জায়গায় পাম্পের বাইরে শুরু হয়েছে হেলমেট ভাড়া দেওয়ার চক্র৷ যশোহর রোড ও টাকি রোড সংলগ্ন বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলমেট৷ কোথাও পেট্রোল পাম্পের বাইরে বেঞ্চ পেতে হেলমেটের পসরা নিয়ে বসছে, আবার কোথাও পাম্পের পাশের দোকান থেকে তিন থেকে পাঁচ টাকায় ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলমেট৷ বিষয়টি যে একেবারে পাম্প কর্মীদের অগোচরে হচ্ছে, তা-ও নয়৷ তবে প্রতিবাদ করার সাহস দেখাচ্ছেন না কেউ৷ পাম্প কর্মীদের বক্তব্য, পুলিশ বিনা হেলমেটে পেট্রোল দিতে নিষেধ করেছে, সে নিয়ম পালন করা হচ্ছে৷ এ বিষয়ে জানলেও কিছু করার নেই৷ কারণ স্থানীয় যুবকরা এই কাজ করছেন, তাঁদের বাধা দিতে গেলে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.