Advertisement
Advertisement

Breaking News

স্বাধীনতা সংগ্রামীদের পেনশন বাড়াল কেন্দ্র

চলতি বছরের ১৫ আগস্ট থেকে এই বৃদ্ধি কার্যকর হল৷

pension of freedom Fighters hiked as Modi promised
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 4:47 pm
  • Updated:August 19, 2016 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের স্বাধীনতার জন্য তাঁরা জীবন উৎসর্গ করেছেন৷ আন্দামানের সেলুলার জেলে কাটিয়েছেন জীবনের অনেকগুলো বছর৷ আজ দেশ যখন পা দিল স্বাধীনতার সত্তর বছরে, তখন স্বাধীনতা সংগ্রামীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী৷

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণেই স্বাধীনতা সংগ্রামীদের ২০ শতাংশ পেনশন বৃদ্ধির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের জন্য যাঁরা সর্বস্ব দিয়েছেন তাঁদের এভাবেই সম্মানিত করার কথা ভাবেন প্রধানমন্ত্রী৷ এই মুহূর্তে প্রায় ৩৭,০০০ স্বাধীনতা সংগ্রামীকে পেনশন দেয় কেন্দ্র৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাবনা অনুযায়ী এবার স্বাধীনতা সংগ্রামীদের পেনশন প্রায় ৫০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷  আন্দামানের যুদ্ধবন্দি বা তাঁর পরিবারের সদস্যরা এখন থেকে পেনশন বাবদ পাবেন প্রায় ৩০,০০০টাকা৷ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্য ছিলেন যাঁরা তাঁদের পেনশন বেড়ে হল ২৬,০০০ টাকা৷ স্বতন্ত্র সৈনিক সম্মান পেনশন প্রকল্পের আওতায় থাকা সকলের ক্ষেত্রেই চলতি বছরের ১৫ আগস্ট থেকে এই বৃদ্ধি কার্যকর হল৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement