সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরপাল্লার ট্রেন দাঁড়াতে হবে মার্কোনা স্টেশনে! এই দাবিতে শনিবার সকাল ৮টা থেকে ওড়িশায় চলছে রেল অবরোধ। অবরোধকারীদের আরও দাবি, স্টেশনের আমূল সংস্কার করতে হবে অবিলম্বে৷ এদিকে, অবরোধের জেরে হাওড়ায় বিপর্যস্ত দূরপাল্লার রেল পরিষেবা। ওড়িশার উপর দিয়ে যায় এমন সবকটি ট্রেন এদিন দেরিতে চলছে৷ যাত্রীদের কথা ভেবে কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে৷
ওড়িশার বালাসোর জেলার শিমুলিয়া ও খয়রা ব্লকের বাসিন্দাদের দাবি, পুরী-হাওড়া, জগন্নাথ ও ধৌলি এক্সপ্রেসকে মার্কোনা স্টেশনে থামতে হবে৷ শিমুলিয়া-খয়রা নাগরিক মঞ্চ গড়ে এদিন সকাল থেকে রেল রোকো-র ডাক দিয়েছেন আন্দোলনকারীরা৷ গত ২ দিন ধরে আমরণ অনশনের চালাচ্ছেন আন্দোলনকারীরা৷ কিন্তু পরিস্থিতির চরম অবনতি হয় এদিন সকালে৷ আন্দোলনের জেরে হাওড়া-পুরী প্যাসেঞ্জার ট্রেন মার্কোনা স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে৷ আন্দোলনের জেরে শিমুলিয়া বাজার সংলগ্ন এলাকাতেও প্রভাব পড়েছে৷
রেল সূত্রে খবর, হাওড়া থেকে ছাড়ার পর আটকে পড়েছে আপ ধৌলি এক্সপ্রেস, আপ ফলকনামা-এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। হাওড়ায় আসার পথে আটকে ডাউন যশবন্তপুর এক্সপ্রেস, ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস-সহ দূরপাল্লার ট্রেনগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.