Advertisement
Advertisement

Breaking News

যৌনদৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা কেমন, মুখ খুললেন পাওলি দাম

কী বললেন অভিনেত্রী?

Paoli Dam opens up about intimate scenes on screen
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2017 10:16 am
  • Updated:September 22, 2019 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রসায়ন নিয়ে পড়াশোনা করেছেন৷ পর্দাতেও সাফল্যের ফর্মুলা তাঁর জানা৷ তাই নিজের কেরিয়ারে অভিনয়কেই সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন পাওলি দাম৷ এর জন্য সাহসী হতেও কোনওদিন পিছপা হননি অভিনেত্রী৷ তাতে নিন্দাও সইতে হয়েছে সইতে হয়েছে প্রশংসাও৷ সবই পেশার অঙ্গ হিসেবে মেনে নিয়েছেন৷ কিন্তু অন্তরঙ্গ দৃশ্যের কথা উঠলে একটি বিষয় বড় বিরক্তিকর অভিনেত্রীর কাছে৷ কেমন করে সেই অন্তরঙ্গ দৃশ্য শুট করেছেন? এই প্রশ্নের উত্তর দিতে একদম পছন্দ করেন না পাওলি৷

[‘পদ্মাবতী’র সমর্থনে এবার ব্ল্যাকআউটের ডাক মুম্বইয়ের চলচ্চিত্র মহলের]

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে নায়িকা জানান, শয্যাদৃশ্যের প্রয়োজন হলে তা অভিনেতা-অভিনেত্রীকে করতেই হয়৷ সেখানে তাঁরা একটি চরিত্রকে তুলে ধরেন৷ কিন্তু শুটের পরে সে দৃশ্য কেমন করে করেছেন? এর জন্য কতবার রি-টেক নিয়েছেন? কতবার মহড়া দিতে হয়েছে? এই প্রশ্নগুলি বড় বিরক্তিকর৷ অভিনেত্রী আর চরিত্রের মধ্যে পার্থক্য বুঝতে হবে৷

[লিভ-ইন পার্টনারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এই জনপ্রিয় অভিনেতা]

অনুষ্ঠানে পাওলি জানান, অভিনয়ে আসার কথা কখনই তিনি ভাবেননি৷ তাঁর পরিবারের প্রায় সকলেই শিক্ষাক্ষেত্রকেই পেশা বেছে নিয়েছেন৷ তাঁর বাবা-মা চেয়েছিলেন মেয়ে সৃষ্টিশীল কোনও কাজ করুক৷ আর সে ইচ্ছেই তিনি পূরণ করেছেন৷ শুধু টলিউড নয়, বলিউডও তাঁর অভিনয়ের ধার দেখেছে৷ ২০১২ সালে ‘হেট স্টোরি’তে বি-টাউনের নজর কেড়েছিলেন পাওলি৷ ইরোটিক সেই লাভ স্টোরি করার পর আর সেভাবে বলিউডে দেখা যায়নি তাঁকে৷ সে কারণই এদিন খোলসা করলেন অভিনেত্রী৷ জানালেন, ‘হেট স্টোরি’র পর থেকে তাঁর কাছে কেবল সেই ধরনের প্রস্তাবই আসছিল৷ এমনকী সাম্প্রতিক ‘জুলি ২’ ছবির মুখ্য চরিত্রও তাঁকেই প্রথমে অফার করা হয়েছিল৷ কিন্তু একই ধরনের ছবি করতে চাননি পাওলি৷ তাই অফার ফিরিয়ে দেন৷ অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চান পাওলি৷ আর এটাই তাঁর প্রাথমিক লক্ষ্য৷

[নয়া বিকিনি শুটে নেটদুনিয়ার উষ্ণতা বাড়ালেন দীপিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement