Advertisement
Advertisement

“বিপন্ন হলে ভারতই প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করবে”

পরমাণু হামলার সবচেয়ে বিপদ রয়েছে পাকিস্তানের সেনা কর্তাদের কাছ থেকেই৷

Pakistani tactical nuclear weapons use would effectively free India to undertake a comprehensive first strike against Pakistan: Shivshankar Menon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 14, 2016 11:33 am
  • Updated:October 14, 2016 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পরমাণু অস্ত্রের হামলা চালানো নিয়ে বিপদ ও যাবতীয় ঝুঁকি রয়েছে পাক সেনাদের কাছ থেকেই৷ পাকিস্তানের জঙ্গির কাছ থেকে নয়৷” এমনটাই দাবি করলেন প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন৷ মনমাহন সিং জমানার অন্যতম প্রভাবশালী এই শীর্ষ আমলা মার্কিন মুলুকে গিয়ে এভাবেই নিশানা করলেন পাক সেনাবাহিনীকে৷ সাফ জানালেন, ভারত যদি নিজেকে বিপন্ন মনে করে এবং যদি দেখা যায় পাক পরমাণু অস্ত্রের আঘাত হানার সম্ভাবনা একশো শতাংশ নিশ্চিত তাহলে নীতি ভেঙে প্রথমেই পরমাণু অস্ত্র দিয়ে আঘাত হানবে যে কোনও সময়৷ কারণ ‘নো ফার্স্ট ইউজ’ বা ‘প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার নয়’ – এই নীতি মেনে চলার দায় ভারতের একার নয়৷ পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেলিংয়ের মুখে দাঁড়িয়ে ভারত এই নীতি অক্ষরে অক্ষরে মেনে চলতেও দায়বদ্ধ নয়৷

নিজের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন তিনি৷ নাম- ‘চয়েসেস, ইনসাইড দ্য মেকিং অফ ইন্ডিয়াজ ফরেন পলিসি’৷ বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আমেরিকায় এসে পাক পরমাণু নীতিকে তুলোধোনা করেন শিবশংকর মেনন৷ তিনি বলেন, পাকিস্তান বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ যাদের পরমাণু কর্মসূচি গোটাটাই নিয়ন্ত্রণ করে সে দেশের সেনাবাহিনী৷ আর কোনও দেশের সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণ নেই পরমাণু কর্মসূচির উপর৷ ফলে কোথায় কখন পরমাণু হামলা করা হবে সেটা ঠিক করবে পাক সেনাপ্রধান বা জেনারেলরা৷ এটাই সবচেয়ে ভয়াবহ ব্যাপার৷ কারণ নিজেদের জিঘাংসা চরিতার্থ করতে ও ক্ষমতা দেখাতে এরা যখন যা খুশি তা-ই করতে পারে৷ ফলে ভারত কী পরমাণু নীতি নিল তাতে এদের কিছু যায় আসে না৷ কারণ পাকিস্তান কোনওদিন বলেনি যে, তারা নো ফার্স্ট ইউজ পলিসি মেনে চলবে৷ বরং ওরা বলে এসেছে, আক্রান্ত হওয়ার আগেই তারা পরমাণু অস্ত্র প্রয়োগ করবে৷ তাই কোনও জঙ্গি সংগঠন নয়৷ পরমাণু হামলার সবচেয়ে বিপদ রয়েছে পাকিস্তানের সেনা কর্তাদের কাছ থেকেই৷ আর এই বিপদ শুধু ভারতের একার নয়৷ গোটা দুনিয়ার, মানব সভ্যতার বিপদ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement